চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা ও মানববিদ্যা অনুষদ কর্তৃক প্রকাশিত জার্নাল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের প্রথম অনলাইন সংস্করণ (৩৪তম সংখ্যা) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনলাইন সংস্করণটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপউপচার্য (একাডেমিক) অধিনায়ক বেনু কুমার দে এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ৩৪তম সংখ্যাটি প্রথম অনলাইন সংস্করণ হিসেবে আপলোড করায় উপাচার্য চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং অনুষদের সব শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক সম্পাদিত জার্নালটিতে বাংলা, ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় রচিত মোট ২০টি প্রবন্ধ স্থান পেয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক জানান, মহান মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং ধর্মতত্ত্ব ও দর্শনের নানাবিধ বিষয় নিয়ে জার্নালের প্রবন্ধগুলোতে গবেষকদের বহুমাত্রিক মননশীলতা ও আগ্রহের পরিচয় রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের অনলাইন সংস্করণের ওয়েবসাইট লিংক হলো: http://jah.cu.ac.bd/
মন্তব্য করুন