রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যের বিদায়ে মিষ্টি বিতরণ করল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় মিষ্টিমুখ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় মিষ্টিমুখ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হয় গত ৫ নভেম্বর। বিদায়ীর দিনে ফুল দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে শিক্ষার্থীদের ফুল দিতে দেখা যায়নি। পরের দিন শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন।

উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় মিষ্টি বিতরণ করা হয়।

গতকাল রোববার মধ্যরাতে চার বছর মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ড. মো. ছাদেকুল আরেফিন। ২০১৯ সালের ৪ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এই শিক্ষক।

মিষ্টি বিতরণকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিদায়ী ভিসি স্যারের কাছে কেউ কোনো দাবি নিয়ে গেলে তিনি সেগুলোর সমাধানে কোনো উদ্যোগ নিতেন না। কোনো শিক্ষার্থী অপরাধ করলে তদন্ত কমিটি হয়, কিন্তু বিচার করা হতো না।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন মনজু বলেন, গত চার বছর আগে উপাচার্য হয়ে ববিতে আসার মাধ্যমে ভিসি বিরোধী আন্দোলন সফল হয়। নতুন ভিসিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অনেক আশা ভরসা ছিল। অন্তত ছোট্ট এই ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করবেন। সাংগঠনিকভাবে একাধিকবার তার কাছে দাবি নিয়ে গিয়েছিলাম। তার বক্তব্য ছিল তার কাছে টাকা নাই। অথচ ইউজিসি কর্মকর্তাদের সন্তুষ্ট করার জন্য বাজেটের টাকা ইউজিসিতে ফেরত দিয়েছেন। আসলে তার মেরুদণ্ডই ছিল না। ভিসি হিসেবে তিনি মোটেই যোগ্য নন। স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়কে তিনি চারটি বছর পিছিয়ে দিয়েছেন।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, নানা সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় এই উপাচার্য স্যারের আমলে উন্নতির চেয়ে অবনতিতে এগিয়ে গেছে। গত চার বছরে বিদায়ী ভিসি স্যার বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন করতে পারেননি। তার প্রস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রোগ্রাম করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১০

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১১

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১২

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৩

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৪

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৫

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৬

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৭

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৮

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৯

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

২০
X