বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

বেরোবিতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বেরোবিতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনের মধ্য দিয়ে রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং স্বাধীনতা স্মারক মাঠে মহিয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।

পরে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ ‘রোকেয়া পাঠ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মহীয়সী বেগম রোকেয়া শুধুমাত্র নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন। বেগম রোকেয়ার দর্শন নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থটি ভবিষ্যতে জ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর রোকেয়া দিবসে এই সংকলন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বেগম রোকেয়া দিবসে স্মরণিকা প্রকাশ ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকা। নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ ও বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া। বেগম রোকেয়া দিবসে অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা. রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কমিটির সদস্য-সচিব ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১১

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১২

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৩

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

১৪

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

১৫

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

১৬

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

১৭

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

১৮

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৯

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

২০
X