বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

বেরোবিতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বেরোবিতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা আয়োজনের মধ্য দিয়ে রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং স্বাধীনতা স্মারক মাঠে মহিয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।

পরে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ ‘রোকেয়া পাঠ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মহীয়সী বেগম রোকেয়া শুধুমাত্র নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন। বেগম রোকেয়ার দর্শন নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থটি ভবিষ্যতে জ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর রোকেয়া দিবসে এই সংকলন অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বেগম রোকেয়া দিবসে স্মরণিকা প্রকাশ ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকা। নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ ও বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া। বেগম রোকেয়া দিবসে অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা. রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কমিটির সদস্য-সচিব ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১০

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১১

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১২

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৪

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৫

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৬

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৭

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৯

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

২০
X