

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সমাবর্তন কমিটির এক সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশনের সময় পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বিভিন্ন দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাদের দাবি আমলে নিয়ে এবং আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেও সমাবর্তন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কেও যথাসময়ে জানানো হবে।
এর আগে চলতি বছরের ২০ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় তা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নতুন করে আগামী ১৭ জানুয়ারি সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়।
মন্তব্য করুন