জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জন চেয়ে জাবি শিক্ষকদের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ করছেন জাবি শিক্ষকরা। ছবি : কালবেলা
লিফলেট বিতরণ করছেন জাবি শিক্ষকরা। ছবি : কালবেলা

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট সংলগ্ন এলাকায় দোকানদার, রিকশাওয়ালা এবং বাসের যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একটি ডামি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে যা গণতন্ত্রের জন্য হুমকি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জনসাধারণকে সচেতন করার জন্য আজকের এই লিফলেট বিতরণ। সামনের দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি যে কর্মসূচি দেবে তা যথাযথভাবে পালন করা হবে।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, সারা দেশে ভোট বর্জনের জন্য জনসম্পৃক্ততার যে জোয়ার, তারই অংশ হিসেবে আমরা বিএনপিপন্থি শিক্ষকরা এই কর্মসূচি পালন করছি। এই নির্বাচন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আগামীতেও এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে, সে আহ্বান রাখছি।

দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, যে নির্বাচন হচ্ছে, তাতে জনগণ যেন অংশগ্রহণ না করে। একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এটা কোনো নির্দিষ্ট দলের বিষয় নয় বরং এটা একটি জাতির বিষয়। আমরা যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে দেশ। আশা করি, সকলেই তাদের স্বার্থ সম্পর্কে সচেতন হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং সকল দলমত নির্বিশেষে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি আদায় করবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক তারেক চৌধুরী, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিম ও অধ্যাপক তালিম হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

১০

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

১১

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১২

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১৩

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১৪

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৫

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৬

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৭

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৮

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৯

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

২০
X