শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রাণনাশের হুমকি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কুমার সরকার। ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কুমার সরকার। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সঞ্জয় কুমার সরকারকে (৩৪) প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মঙ্গলবার (৪ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। সঞ্জয় সরকার উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের অধীর চন্দ্র সরকারের ছেলে।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামের সঞ্জয় কুমার সরকারের বাড়ি সংলগ্ন একটি রেকর্ডভুক্ত রাস্তা রয়েছে। পাশের জমির মালিক নয়ন কুমার সরকার রাস্তাটি নিজের জমি দাবি করে বিভিন্ন সময়ে মাটি কেটে নেন। এতে জনসাধারণের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকারসহ রাস্তা দিয়ে চলাচলকারী অন্যরা বাধা দেন। পরে গত ২ জুলাই সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও তার লোকজন সঞ্জয় কুমারকে অকথ্য ভাষায় গালাগাল করেন। সেইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

অপর অভিযুক্তরা হলেন—তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৪), আইয়ুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), আনছার আলীর ছেলে লিটন মিয়া (২২), নির্মল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুনেছি তাদের মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়েছে।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, কয়েকজন মাদকাসক্ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এটি ঘটেছে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের উপস্থিতিতে। এ নিয়ে আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচার না হলে পরে মামলা করব।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রুহুল আমিন বলেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি। কিন্তু প্রাণনাশের হুমকির মতো ঘটনা আমার সামনে ঘটেনি।

বিরোধের বিষয় ও প্রাণনাশের ঘটনা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১০

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১১

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১২

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৩

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৪

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৫

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৬

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৭

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৮

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৯

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

২০
X