রাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দুই-তিনটা লাশ ফেলে দেব’- ছাত্রলীগ নেতার হুমকি

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম হোসেন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম হোসেন। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে অবৈধভাবে অবস্থান ও হল প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন। তবে সেই নির্দেশ তোয়াক্কা না করে হলে অবস্থান করলে তার কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

হল প্রশাসন সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মাঝরাতে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকেন তিনি। এছাড়া আবাসিক শিক্ষার্থীকে আসন থেকে নামিয়ে দেওয়াসহ হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন হল প্রাধ্যক্ষ। পরে হল প্রশাসন এক জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তার স্বার্থে শামীমকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু শামীম কক্ষ ত্যাগ না করলে আজ দুপুরে হল প্রশাসন তার ২১২ নম্বর কক্ষটি সিলগালা করে দেয়। এছাড়া আজ বিকেলে হল প্রশাসনের পক্ষ থেকে নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ওসি শেখ মোহাম্মদ মোবারক পারভেজ। তিনি বলেন, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল প্রশাসন একটি সাধারণ ডায়েরি করেছে।

জানতে চাইলে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও সে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকে। তার বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। গতকাল বিকেলে শামীম আমাকে মুঠোফোনে হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুই-তিনটা লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তার কক্ষ সিলগালা করেছে।

হুমকির বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা শামীম হোসেন বলেন, ‘আমি শুধু বলেছিলাম, স্যার বিভিন্ন রুমে তালা লাগাচ্ছে কারা? চুরির ঘটনাও ঘটছে। এগুলো কারা করছে? উনি বলেছিলেন, রুমে রুমে পাহারা দেওয়ার সময় নাই। তখন আমি বলেছিলাম, কোনো ব্যবস্থা না নিলে তো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন বড় ধরনের ঘটনাও ঘটে যেতে পারে। এটুকুই বলেছি। এ ছাড়া কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য উপদেষ্টা কেন বিদেশে চিকিৎসা নেন, জানালেন আসিফ মাহমুদ

রঙিন পর্দা কাঁপানো নায়িকা থাকতেন বস্তিতে, সংসার চালাতেন হকারি করে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় না সংগ্রাম পরিষদ

দৌলতদিয়ায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি

এবার নতুন আলটিমেটাম ডিসি সারওয়ারের

বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

বিশাল অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের শত্রু হয়ে উঠছে স্পেন?

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

১০

কর ফাঁকি / অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১১

অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

১২

তিন মামলায় অব্যাহতি পেলেন চসিক মেয়র

১৩

ইডেন কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

১৪

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

১৫

৫ হাজার কেজি সরকারি চাল জব্দ

১৬

যে কারণে এনসিএল স্থগিত ঘোষণা করল বিসিবি

১৭

দাম যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

১৮

প্রায় ৮০০ কোটি টাকায় নতুন স্পন্সর পেল বিসিসিআই

১৯

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ

২০
X