চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, এ পরীক্ষায় পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ। চবির ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।
ভর্তি পরীক্ষার ফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে। তা দেখতে এখানে ক্লিক করুন। এ ছাড়া ওয়েবসাইটে ফল দেখতে এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য জানতে এখানে ক্লিক করুন।
এর আগে মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে ৫৭ হাজার ৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী। ফেলের হার ৭১ দশমিক ৩ শতাংশ।
মন্তব্য করুন