বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আন্দোলনকারীদের সঙ্গে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক। ছবি : কালবেলা
আন্দোলনকারীদের সঙ্গে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক। ছবি : কালবেলা

কমিটি গঠনকে কেন্দ্র করে কর্মবিরতিতে থাকা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে তারা কাজে ফিরে যান। দুপুরে শেবাচিম হাসপাতাল পরিচালকের কক্ষে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। এমনকি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় এমবিবিএস শিক্ষার্থীদের দিয়ে রোগীর চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

টানা তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। এ সময় তার কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করীম এবং কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হকসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিতি ছিলেন।

বৈঠক শেষে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্নরা কাজে ফিরেছে।

এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, যে কমিটি নিয়ে বিতর্ক হয়েছে সেই কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এমন আশ্বাসে সকল ইন্টার্ন চিকিৎসকরা দুপুর থেকে কাজে ফিরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদীর পোস্টে সারজিস লিখলেন, ‘এ লড়াই আপনার একার নয়’

সন্ধ্যায় দুধ চা না লেবু চা— কোনটা খাবেন আর কেন?

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

কর্ণফুলী টানেল লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে : চসিক মেয়র

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, অতঃপর...

‘সোনাই মাধব’ নাটকের ২০২তম মঞ্চায়ন

‘আমরা দুই, আমাদের তিন’- নীতিতে চলতে বললেন আরএসএস নেতা

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপ-পরিচালক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৫ জন

১০

চেক ডিজঅনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

১১

র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ

১২

অল্পের জন্য প্রাণে বাঁচল বাসভর্তি যাত্রী

১৩

নির্বাচন কমিশনের ওপর যে ‘অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

১৪

আখের রস খাওয়া কি ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদ

১৫

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

১৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড

১৭

৩১ দফা দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা : কফিল উদ্দিন

১৮

‘আ.লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না’

১৯

যুক্তরাজ্য থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি

২০
X