বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আন্দোলনকারীদের সঙ্গে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক। ছবি : কালবেলা
আন্দোলনকারীদের সঙ্গে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক। ছবি : কালবেলা

কমিটি গঠনকে কেন্দ্র করে কর্মবিরতিতে থাকা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে তারা কাজে ফিরে যান। দুপুরে শেবাচিম হাসপাতাল পরিচালকের কক্ষে ইন্টার্ন চিকিৎসকদের দুই গ্রুপের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। এমনকি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় এমবিবিএস শিক্ষার্থীদের দিয়ে রোগীর চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

টানা তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। এ সময় তার কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করীম এবং কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হকসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিতি ছিলেন।

বৈঠক শেষে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্নরা কাজে ফিরেছে।

এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, যে কমিটি নিয়ে বিতর্ক হয়েছে সেই কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এমন আশ্বাসে সকল ইন্টার্ন চিকিৎসকরা দুপুর থেকে কাজে ফিরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

আরও বাড়ল স্বর্ণের দাম

১০

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১১

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১২

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

১৩

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

১৪

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৫

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

১৬

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

১৭

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

১৮

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

১৯

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

২০
X