শারীরিকভাবে চলতে অক্ষম এবং মানসিকভাবে অসুস্থ প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে প্রতিদিন সেহরি বিতরণ করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি মো. সুমন খলিফা।
এর আগেও সুমন রোজার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিনে প্রায় ২০০ মানুষের মাঝে সেহরি বিতরণ করেন। এ ছাড়া, পুরো রমজান মাসব্যাপী সুমনকে ঢাকার বিভিন্ন জায়গায় সেহরি এবং ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। এর বাইরে, সুমন সারাবছরই বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়ান।
এ বিষয়ে জানতে চাইলে সুমন বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশে আমার আশেপাশের কোনো মানুষ বিশেষ করে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত যাতে সেহরি না খেয়ে থাকে, তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, বাকি রমজানগুলোর প্রতিটি সেহরিতে এই অসুস্থ মানুষগুলোর জন্য সেহরি নিয়ে আমি পাশে থাকব। সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই আমাদের দেশটাকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব, আমি সেটাই বিশ্বাস করি।
মন্তব্য করুন