শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
রেদ্ওয়ান আহমেদ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে উপেক্ষিত চবি, হতাশ নেতাকর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরনো ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরনো ছবি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৩০১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির একটি পদেও জায়গা করে নিতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কোনো নেতাকর্মী। এতে চরম হতাশা প্রকাশ করেছেন শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা বলছেন, চবি ছাত্রলীগের কার্যক্রম চট্টগ্রাম নগরকেন্দ্রিক হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাদের দিকে একচোখা নীতি অনুসরণ করে। যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়নবঞ্চিত হচ্ছেন রাজধানীর বাইরের এসব নেতাকর্মী। এতে ঢাকার বাইরে ত্যাগী নেতাকর্মীরা সক্রিয় রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করছেন সাবেকরা।

জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের এক নেতা কালবেলাকে বলেন, যারা সবসময় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের চোখের সামনে থাকে, তারাই কমিটিতে স্থান পায়। অথচ যারা ঢাকার বাইরে দলের জন্য ত্যাগ স্বীকার করে, নির্যাতিত হয়, তাদের কমিটিতে স্থান দেওয়া হয় না। ঢাকায় থাকাই যেন কমিটিতে স্থান পাওয়ার অন্যতম যোগ্যতা। এ যেন 'চোখের আড়াল মানেই মনের আড়াল'।

হতাশা প্রকাশ করে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা ফেসবুক পোস্টে লেখেন, ‘আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে’। পোস্টের কমেন্ট বক্সে দেখা যায়, অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমালোচনা করে মন্তব্য করেছেন।

শাখা ছাত্রলীগের সহসভাপতি শরীফ উদ্দিন কালবেলাকে বলেন, আগামী বছর নির্বাচন। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে চবি ছাত্রলীগ। দেশের ক্রান্তিলগ্নেও সব আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্রলীগের এই শাখা ইউনিট। কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বরাবরের মতো এবারও অবমূল্যায়িত চবি ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের আরেক সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখেই বলছি, চবি ছাত্রলীগ দেশের অন্যান্য যে কোনো ইউনিটের চেয়ে ক্রিটিকাল ইউনিট। এ ইউনিটের নেতাকর্মীরা দীর্ঘ সময় শিবিরের সঙ্গে লড়াই-সংগ্রাম করে ছাত্রলীগের পতাকাকে সমুন্নত রেখেছে। অসংখ্য নেতাকর্মী শিবির সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছে ও পঙ্গুত্ববরণ করেছে। এই ইউনিট থেকে যদি কমপক্ষে ৮-১০ জনকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হতো, তাহলে কর্মী হিসেবে আমাদেরকে বিষয়টা আনন্দ দিত।

তবে সদ্যঘোষিত ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে পদ পেয়েছেন চবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নূর-উন-নবী প্রিন্স।

তিনি বলেন, ঢাবি, ঢাকা মহানগর এবং ঢাকাস্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদপ্রত্যাশীরা রাজনীতি করার পাশাপাশি কেন্দ্রের দৃষ্টি সহজে আকর্ষণ করতে পারেন, যা চবি ছাত্রলীগের পদপ্রত্যাশীদের যোগ্যতা থাকা সত্ত্বেও সম্ভব হয় না। চবি থেকে একসময় ৬-৭ জনকে কেন্দ্র থেকে মূল্যায়ন করা হতো। এখন হচ্ছে না। চবির মতো একটি ইউনিট থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আরও বেশি নেতাকর্মীর স্থান পাওয়া উচিত বলে মনে করি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, কেউ আসেনি এটা সত্য নয়। একজনকে কেন্দ্রীয় কমিটিতে ওনারা রেখেছেন। তবে, আমাদের এখান থেকে আরও কয়েকজন নেতাকর্মী কেন্দ্রীয় কমিটিতে থাকলে ভালো লাগত।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে যুদ্ধ করে অবস্থান নিশ্চিত করেছে চবি ছাত্রলীগ। তাদের থেকে অন্তত সাত-আটজন কেন্দ্রতে রাখা উচিত বলে মনে করি। এখান থেকেও জাতীয় নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু সে জায়গায় এই ইউনিট উপেক্ষিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১০

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১১

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১২

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৩

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৫

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

১৭

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

১৮

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

১৯

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২০
X