রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগ নেতাকে হুমকি

‘রাজশাহী এলে লাশও খুঁজে পাওয়া যাবে না’

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম আবাসিক হল শাখা ছাত্রলীগের সভাপতি তাজবিউল হাসান অপূর্বকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে।

বুধবার (১ মে) রাতে অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ হুমকির কথা জানান।

ছাত্রলীগের দুই নেতা হলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি মিনহাজুল ইসলাম ও শাহ্ মখদুম হল ছাত্রলীগের সহসম্পাদক মিঠু। তারা দুজনই বর্তমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী হিসেবে পরিচিত।

অপূর্ব ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমি খাঁটি আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। শেষ ৩/৪ মাস কিছু কিছু কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত আছি। দীর্ঘ সময় রাজনীতি করার ইচ্ছা থাকলেও নোংরা রাজনীতির কারণে তা সম্ভব হয়নি। তার মাস্টার্সের দুটো বিষয়ে পরীক্ষা হয়েছে, আরও ৩টা বিষয়ের পরীক্ষা এখনো বাকি। পারিবারিক কারণে ঢাকায় এসেছি। পরীক্ষা শেষ হলে এমনিতেই হল ছেড়ে দিতাম। কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই আমার কক্ষ দখল হয়ে গেছে।

হত্যার হুমকির বিষয়ে তিনি লিখেছেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি রাজশাহী পরীক্ষা দিতে এলে না কি আমার লাশও খুঁজে পাওয়া যাবে না। বিষয়টা দুঃখজনক। আমি বর্তমানে শাহ্ মখদুম হল ছাত্রলীগের সভাপতি, তারপরও ছাত্রলীগ নেতাদের এমন আচরণ আশা করিনি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব আমি।

এ বিষয়ে তাজবিউল হাসান অপূর্ব কালবেলাকে বলেন, আমার মাস্টার্স শেষ হয়নি। আমি একটা কাজে বাড়িতে এসেছি। আসার আগে রুমের বাকিদের মজা করে বলেছি ভালো থাকিস তোরা। কিন্তু আজকে মিনহাজ এবং মিঠু আমার কক্ষে গিয়ে আমার রুমমেটকে আজকেই হল ছাড়ার জন্য হুমকি দিতে থাকে। এটা জানার পর মিনহাজ ভাইকে কল দেই এবং বলি আমি তো এখনও হলের সভাপতির দায়িত্বে আছি। তা ছাড়া আমার মাস্টার্সও শেষ হয়নি। কিন্তু সে আমায় গালাগাল করতে করতে থাকে আর বলে তুই আজকেই হল থেকে বের হয়ে যাবি।

অভিযোগ অস্বীকার করে মিনহাজুল ইসলাম বলেন, অপূর্বকে কোনো ধরনের হুমকি দেইনি। তার সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে। কিন্তু তাকে কক্ষ থেকে নেমে দেওয়া বা মৃত্যুর হুমকি এমন কোনো কথা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু কালবেলাকে বলেন, বিষয়টা একটু আগে শুনেছি। ঘটনার বিষয় খোঁজ খবর নিয়ে সত্যতা পেলে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলল তুরস্ক

বছরে পাঁচ কোটি আয়, তবু কেন ঝাড়ুদারের কাজ করেন এই ব্যক্তি?

মেধাবী শিক্ষার্থীদের পাশে মজিদ মল্লিক ফাউন্ডেশন

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে খুলনার রাজনীতিতে পারভেজ মল্লিক

শিক্ষার ভবিষ্যৎ ও আমাদের অদূরদর্শিতা

গাজামুখী শেষ নৌযান ম্যারিনেটও আটক

বাংলাদেশসহ যে ১৭ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত

জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

যে কারণে রাজধানীতে বাস থামিয়ে গুলি-আগুন

‘আজাদ কাশ্মীর’ মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন সাবেক পাকিস্তান অধিনায়ক

১০

গুগল ম্যাপের গোপন বৈশিষ্ট্য, যা জানেন না অনেকেই

১১

বিশ্বকাপ বাছাইয়ের জন্য চমক রেখে জার্মানির দল ঘোষণা

১২

নদী ইজারা দিল মসজিদ কমিটি

১৩

চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

১৪

বড় ধাক্কার সামনে লিভারপুল

১৫

মেটা কি ফোনের মাইক্রোফোন দিয়ে আপনার কথা শোনে? যা বলছেন ইনস্টাগ্রাম প্রধান

১৬

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

১৭

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

১৮

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

১৯

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

২০
X