কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নানা আলোচনায় শেষ হলো এইচএসসি পরীক্ষা, ব্যবহারিক কবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে শেষ হলো চলতি বছরের এইচএসসির লিখিত পরীক্ষা। পরীক্ষা রুটিন অনুযায়ী, গত ১০ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। এর ফলে পরীক্ষা শেষ হতে ৯ দিন বেশি সময় লেগেছে।

সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের পরীক্ষাটি ছিল বেশ আলোচিত। কারণ পরীক্ষা চলাকালীন বন্যা, রাজনৈতিক সহিংসতা, বিমান দুর্ঘটনা এবং এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার মতো বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। সবচেয়ে আলোচিত ছিল শোকের দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পদ হারান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের। এসব কারণে এবারের পরীক্ষাটি ছিল বেশ আলোচিত।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের পরীক্ষাটি ছিল বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত। কারণ পরীক্ষা চলাকালীন বন্যা, জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ, মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনা ঘটে। এসব কারণে তিন ধাপে বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মা্ইলস্টোনে বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক দিবসে পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়াকে কেন্দ্র করে শিক্ষাসচিবের পদ চলে যাওয়া।

বেশ আলোচিত ঘটনা ঘটে পরীক্ষার প্রথম দিন। ওই দিন রাজধানীর বাঙলা কলেজ কেন্দ্রে দেড় ঘণ্টা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে আসে আনিসা আহমেদ। এরপর তাকে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে দেননি দায়িত্বরত শিক্ষকরা। আনিসা দাবি করে, ওই দিন সকালে তার মায়ের স্ট্রোক হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, এ জন্য সে সময়মতো কেন্দ্রে আসতে পারেনি। পরীক্ষা দিতে না পারায় সে কান্নায় ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কান্নার ছবি ভাইরাল হলে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় তার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সেই ঘটনার তদন্তে করে আনিসার দাবির পক্ষে প্রমাণ না মেলায় তার পরীক্ষা নেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা বোর্ড, এমনটি জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শিক্ষা বোর্ড। এরপর দ্বিতীয়বার সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষা শুরু হওয়ার পরপরই জুলাই মাসে ভয়াবহ বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার সহিংস পরিস্থিতির কারণে তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। ২১ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এসব কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৯ দিন বেশি সময় লেগেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী ছিলেন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে, মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে প্রায় ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১০

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

১১

ইতালিতে জরুরি অবস্থা জারি

১২

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

১৩

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

১৪

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১৫

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১৬

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৭

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৯

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০
X