কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নানা আলোচনায় শেষ হলো এইচএসসি পরীক্ষা, ব্যবহারিক কবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে শেষ হলো চলতি বছরের এইচএসসির লিখিত পরীক্ষা। পরীক্ষা রুটিন অনুযায়ী, গত ১০ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। এর ফলে পরীক্ষা শেষ হতে ৯ দিন বেশি সময় লেগেছে।

সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের পরীক্ষাটি ছিল বেশ আলোচিত। কারণ পরীক্ষা চলাকালীন বন্যা, রাজনৈতিক সহিংসতা, বিমান দুর্ঘটনা এবং এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার মতো বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। সবচেয়ে আলোচিত ছিল শোকের দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পদ হারান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের। এসব কারণে এবারের পরীক্ষাটি ছিল বেশ আলোচিত।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের পরীক্ষাটি ছিল বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত। কারণ পরীক্ষা চলাকালীন বন্যা, জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ, মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনা ঘটে। এসব কারণে তিন ধাপে বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মা্ইলস্টোনে বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক দিবসে পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়াকে কেন্দ্র করে শিক্ষাসচিবের পদ চলে যাওয়া।

বেশ আলোচিত ঘটনা ঘটে পরীক্ষার প্রথম দিন। ওই দিন রাজধানীর বাঙলা কলেজ কেন্দ্রে দেড় ঘণ্টা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে আসে আনিসা আহমেদ। এরপর তাকে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে দেননি দায়িত্বরত শিক্ষকরা। আনিসা দাবি করে, ওই দিন সকালে তার মায়ের স্ট্রোক হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, এ জন্য সে সময়মতো কেন্দ্রে আসতে পারেনি। পরীক্ষা দিতে না পারায় সে কান্নায় ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কান্নার ছবি ভাইরাল হলে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় তার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সেই ঘটনার তদন্তে করে আনিসার দাবির পক্ষে প্রমাণ না মেলায় তার পরীক্ষা নেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা বোর্ড, এমনটি জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শিক্ষা বোর্ড। এরপর দ্বিতীয়বার সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষা শুরু হওয়ার পরপরই জুলাই মাসে ভয়াবহ বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার সহিংস পরিস্থিতির কারণে তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। ২১ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এসব কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৯ দিন বেশি সময় লেগেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী ছিলেন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে, মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে প্রায় ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

এই আলো কি সেই মেয়েটিই

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

বিচ্ছেদের ব্যথা ভুলতে কতটা সময় লাগে? যা বলছেন বিশেষজ্ঞরা

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

১০

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

১১

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

১২

ইরানের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক ড্রোন সংযোজন

১৩

শেরপুরে বিজিবি মোতায়েন

১৪

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

১৫

নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না : নাহিদ ইসলাম

১৬

টেংরাটিলা বিজয় : বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে ৫১৬ কোটি টাকা

১৭

কুবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

১৮

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

১৯

আপনার অজান্তেই কোন কোন ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে গুগল? জানুন

২০
X