ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কখনো কোনো দলের সঙ্গে ছিলাম না, আগ্রহও নেই : ঢাবি উপাচার্য

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নিজের সঙ্গে রাজনৈতিক দলের সম্পৃক্ততার ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আমি কখনো কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং কোনো আগ্রহও নেই।

মঙ্গলবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উপাচার্য কার্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নতুন উপাচার্য বলেন, ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আমি কখনো কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। সম্পৃক্ততা নেই শুধু এটাই নয়, বরং আমার কোনো আগ্রহও নেই। আর এই মুহুর্তে নতুন করে দলীয় হয়ে যাওয়ার সুযোগ নেই। তার মানে এই নয় যে, আমি রাজনীতিবিদদেরকে হেয় করি, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আমি নিজেকে রাজনীতিতে জড়াতে চাই না। দলকেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শূন্য। রাজনৈতিক সম্পৃক্ততার ব্যাপারে আমার এটুকুই স্পষ্ট জবাব। তবে প্রত্যেকটা বিষয়বস্তু ধরে জবাব দেওয়ার এত সময় এবং প্রয়োজনীয়তা নেই বলে মনে করছি। আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করতে চাচ্ছি, এক্ষেত্রে ব্যক্তিগত জায়গা থেকে যার যার মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এক অর্থে বাংলাদেশ। অনেকক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের ভরসার জায়গাও এই বিশ্ববিদ্যালয়। ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া বা না হওয়ার ব্যাপারে বৃহৎ সিদ্ধান্তটি আমরা একটু চিন্তাভাবনা করে নিতে চাচ্ছি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল বিষয়টি হলো ন্যায্যতার ভিত্তিতে কাজ করা। এজন্য কোনোকিছু নির্ধারণ করার হলে মানুষ অধিকার প্রতিষ্ঠায় তা ন্যায্যতার ভিত্তিতেই করতে হবে।

এর আগে গত ১০ আগস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এই অধ্যাপক। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১০

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১১

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১২

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৩

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৪

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৫

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৬

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

১৭

বিশ্ব ডিম দিবস আজ

১৮

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

১৯

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

২০
X