বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ। খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স বিভাগ। খেলার নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়েছিল।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির (ফুটবল ও হকি) আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি উপভোগ্য ও সফলভাবে সম্পন্ন করতে পারায় শিক্ষার্থীরাসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ। খেলার মাঠটিকে সবুজায়ন ও উপযোগী করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে ক্রীড়া উপ-কমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জীবনে ধৈর্য, সাহসিকতা ও সহমর্মিতা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারবে-খেলাধুলার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই। কোনো কিছুতে হতাশ হয়ে পিছু হটা যাবে না, চেষ্টা করতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, এখন থেকে পুরো বছরজুড়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজ সামর্থ্য অনুযায়ী ধারাবাহিভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন খেলাধুলার জন্য বাজেট বরাদ্দের বিষয়ে অগ্রাধিকার দেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্সআপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। যৌথভাবে সর্বোচ্চ (পাঁচটি) গোলদাতার পুরস্কার লাভ করেন মার্কেটিং বিভাগের আল হোসেন ও রানার্স-আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ফিন্যান্স বিভাগের ফয়সাল।

প্রসঙ্গত, গত নভেম্বর শুরু হওয়া সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X