মহান মে দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার রিকশাওয়ালা, ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের উদ্যোগে এসময় খাবার, বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ করা হয়। ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর, ফুলার রোড় এলাকায় কয়েকশ মেহনতি মানুষের মধ্যে এসব খাবারসামগ্রী বিতরণ করা হয়।
এই আয়োজনটি শ্রমজীবী মানুষের পরিশ্রমকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ানোর এক অনন্য প্রয়াস ছিল বলে জানান আয়োজকরা।
ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থী এবং মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় মে দিবসে কিছু মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি আমরা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আকিব জাবেদ রাফি, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেকান্দার,তরিকুল ইসলাম, মানিউল আলম, গণসংযোগাযোগবিষয়ক সম্পাদক পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক, হাসিবুর রহমান সাকিব প্রমুখ।
মন্তব্য করুন