বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বিরুদ্ধে বিধি লঙ্ঘন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যা নিয়ে তৈরি করা ইউজিসির একটি প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। মঙ্গলবার (৬ মে) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ প্রতিবেদন পাঠানো হয়েছে।
ইউজিসি জানায়, কমিশনের অনুমোদন ছাড়া পিএ-টু-ডিসি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে, যা বিধিবিরুদ্ধ। একইভাবে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের পিআরএল স্থগিত করে সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই তাকে দায়িত্বে বহাল রাখা এবং ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দায়িত্ব পালনের নির্দেশনাও নিয়ম বহির্ভূত।
এছাড়া ইউজিসি উল্লেখ করে, উপাচার্য নিজেই রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন, যা নজিরবিহীন এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১১ ধারার সঙ্গে সাংঘর্ষিক।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনায় বর্তমান উপাচার্যের প্রশাসনিক দক্ষতার ঘাটতি রয়েছে এবং আইন ও বিধি প্রতিপালনে তার সচেতনতার অভাব রয়েছে।
প্রসঙ্গত, নানা অনিয়মের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন। সবশেষ, আজ উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একইসঙ্গে আন্দোলনে একাত্মতা জানিয়েছেন শিক্ষকরাও।
মন্তব্য করুন