অটোপাসের দাবিতে স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার (২১ মে) দুপুর ১২টায় উপাচার্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী উপাচার্যকে হামলার চেষ্টা করে। এতে তিনি কিছুটা আহত হন।
উল্লেখ্য, এই স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে গত কয়েক মাস ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিকবার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি এবং অন্য রাজনৈতিক অস্থিরতার কারণে এই ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল চলতি মাসেই প্রকাশিত হবে। কিন্তু বিভিন্ন মহলের উসকানিতে এই ব্যাচের কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবারও অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করে এবং আজ উপাচার্যের ওপর হামলা চালায়।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের কোনো প্রকার অটোপাস দেওয়া হবে না। আজকের এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন