কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শনিবার (৩১ মে) সারাদেশে একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বৃহৎ ভর্তি প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আজ সকালে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, পরীক্ষা কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকাল সাড়ে ১০ টায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সব প্রকার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করেছি এবং আশা করি, দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ১৩৭টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে মানবিক শাখার শিক্ষার্থী ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখার ১ লাখ ১৭ হাজার ৩৬ জন এবং বিজ্ঞান শাখার ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন। জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান-সহ ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ সেলে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে সারা দেশে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভর্তি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

সাতসকালে ঝরল ২ প্রাণ

শীতে বিপর্যস্ত জনজীবন

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

১০

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

গাড়ি-বাড়ি নেই আখতারের, নগদ আছে যত টাকা

১৩

মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

১৪

শীতের মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৫

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

১৬

আজ টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

১৭

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

১৮

মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৯

২ শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

২০
X