ভারতের মিজোরামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে (International Conference on Humanities and Social Sciences - ICHSS) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগ উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে।
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এই সম্মেলনে বিভাগের চারটি দল মোট ৯টি মৌলিক গবেষণা উপস্থাপন করে।
গবেষণাগুলো আধুনিক সাহিত্য, প্রযুক্তিনির্ভর পরিচয়, মানবিক সংকট, পরিবেশ সচেতনতা ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণসহ সমসাময়িক নানা বিষয়ে গভীর বিশ্লেষণভিত্তিক ছিল। এসব কাজ সরাসরি সম্মেলনস্থল এবং অনলাইনের সংমিশ্রণে (হাইব্রিড মোডে) উপস্থাপন করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক-তত্ত্বাবধায়কদের নির্দেশনায় দলগতভাবে কাজ করেন। অংশগ্রহণকারী দলগুলো ছিল—রাকিব মৃধা, মালিহা তাবাসসুম রামিসা, কামরুন নাহার যূথী (তত্ত্বাবধায়ক: রিয়াজুল হাসান তুর্জ), নাজিফা খাতুন, নুসরাত জাহান সামিয়া, রাফিয়া খাতুন (তত্ত্বাবধায়ক: ফাহিমা তাসনিম), মনোয়ারা কবির তৃপ্তি, মারুফা নুর সানিতা, নাফিসা আক্তার (তত্ত্বাবধায়ক: বুশরা আনোয়ার), আখন্দ মোহাম্মদ আদিল, রিয়াদুস সালেহিন, আসিফুর রহমান (তত্ত্বাবধায়ক: তাসনিম আলম মুকিম)
মন্তব্য করুন