১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ডুপ্লিকেট বা সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যেসব প্রার্থী ই-প্রত্যয়নপত্র সংশোধন বা পুনরায় ডাউনলোডের জন্য আবেদন করেছেন, তারা এনটিআরসিএর ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে একবারই এই ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হবে। ডাউনলোড করা সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সঙ্গে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
মন্তব্য করুন