আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বিশ্বব্যাপী সাক্ষরতার চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগর।
ক্লাবের প্রেসিডেন্ট সেলিনা রহমান, সেক্রেটারি বেগম সালমা আসিফ ও অন্যান্য মেম্বার ঢাকার গ্রিন রোডে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান YWCA Free School এর শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
দিবসটি উপলক্ষে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্ন্যাকস ও চকলেট দেয়। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো (UNESCO)-এর নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় YWCA Free School এর প্রধান শিক্ষিকা, জেনারেল সেক্রেটারি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন