খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও ছাতা বিতরণ করা হয়েছে। গত ১৪ মে থেকে মঙ্গলবার (২০ মে)-এর মধ্যে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণের এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
তেরখাদা উপজেলা ও দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সব কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং সব শিক্ষকের জন্য ছাতা বিতরণ কার্যক্রম চলছে।
ইতোমধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে উপকরণ বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে- সরকারি নর্থ খুলনা কলেজ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উত্তর খুলনা এসএমএ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়, ইখড়ি দাখিল মাদ্রাসা। খাদিজাতুল কুবরা (রা.) মাদ্রাসা, পানতিতা আলিয়া মাদ্রাসা, আদর্শ শিক্ষা নিকেতন, ইন্দুহাটী নেপালচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয়, আদমপুর বলর্দ্ধনা শালিকদহ মাধ্যমিক বিদ্যালয়, আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, জুনারী দাখিল মাদ্রাসা, এসএমএ জলিল মাধ্যমিক বিদ্যালয় ও হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়।
ছাগলাদহ আদিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আজগড়া মাধ্যমিক বিদ্যালয়, নেবুদিয়া পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়, কুশলা মাধ্যমিক বিদ্যালয়, গাজীরহাট ইউনিয়ন এর গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়, মাঝিরগাতী মাধ্যমিক বিদ্যালয়, মোল্যাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি ইখড়ি কাটেংগা মডেল প্রাথমিক বিদ্যালয়।
বলর্দ্ধনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৭নং মাটিয়ারকুল নলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচিয়াদহ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯নং সাচিয়াদহ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৬নং নলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থ, শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা এবং শিক্ষকদের জন্য ছাতা বিতরণ করেন।
ফাউন্ডেশনের পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা সাবেক প্রধান শিক্ষক (অব.) সেকেন্দার আলী মল্লিক, আব্দুল হান্নান মল্লিক ও তুষার মল্লিক এবং জুয়েল মোল্যাসহ অন্যরা।
মন্তব্য করুন