

প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা নিশ্চিত করতে বাস্তবায়িত ‘শিখবো সবাই’ প্রকল্পের সমাপনী ও শিক্ষণ বিনিময় অনুষ্ঠান সম্পন্ন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (উইন্ডি টাউন হল) এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রকল্পের অর্জন, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্রিটিশ হাই কমিশন, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) প্রতিনিধিরা।
প্রধান অতিথি মো. সাইদুর রহমান খান বলেন, ‘একীভূত শিক্ষা শুধু নীতিগত অঙ্গীকার নয়, এটি একটি দায়িত্ব। আজ আমরা অন্তর্ভুক্তির পথে যাত্রা প্রত্যক্ষ করেছি এবং মাঠ পর্যায়ের কণ্ঠস্বর শুনেছি, যা শিখবো সবাই প্রকল্পের সাফল্য তুলে ধরেছে। সমাজসেবা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যান্য মন্ত্রণালয়কে গুরুতর প্রতিবন্ধী শিশুদের শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। আমি আশা করি, এই প্রকল্পের শিক্ষণ আসন্ন PEDP এবং কৌশলগত পরিকল্পনায় প্রতিফলিত হবে।’
মো. আবু নূর শামসুজ্জামান বলেন, ‘প্রতিটি শিশু, সক্ষমতা নির্বিশেষে, সমান শিক্ষার অধিকার রাখে। PEDP-2 থেকে শুরু হওয়া একীভূত শিক্ষা PEDP-4-এ আরও দৃঢ় ভিত্তি পেয়েছে। অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক পথ বাকি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সাইটসেভার্স, ইউনিসেফ ও FCDO-এর মতো অংশীদারদের সঙ্গে কাজ করছে।’
ব্রিটিশ হাই কমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর মার্টিন ডওসন বলেন, ‘বাংলাদেশে স্কুলে যেতে না পারা অনেক প্রতিবন্ধী শিশু রয়েছে। এই প্রকল্প সেই বাস্তবতা বদলাতে কাজ করছে। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আমৃতা রেজিনা রোজারিও বলেন, ‘প্রকল্প দেখিয়েছে, কমিউনিটি, স্কুল কর্তৃপক্ষ ও নীতিনির্ধারক একসাথে কাজ করলে শিক্ষার বাধা দূর করা সম্ভব। বাড়ি থেকে বিদ্যালয়ে অন্তর্ভুক্তি নিশ্চিত করার এ উদ্যোগ PEDP-এর নীতিমূলক কাঠামোয় অন্তর্ভুক্ত করা জরুরি।’
প্রকল্পের গ্লোবাল টেকনিক্যাল লিড হামিশ হিগিনসন বলেন, ‘শিক্ষক ও ওপিডিদের সক্ষমতা বৃদ্ধি, শিক্ষায় কমিউনিটির আস্থা তৈরি—এসব কার্যক্রম শিশুর স্কুলে উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
২০২২ সালের এপ্রিল থেকে ‘শিখবো সবাই’ প্রকল্পটি সাইটসেভার্সের নেতৃত্বে এডিডি ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনালের অংশীদারিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) অর্থায়নকৃত এই প্রকল্প নরসিংদী ও সিরাজগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। বাড়ি-ভিত্তিক শিক্ষা, স্কুল প্রস্তুতি ও ওপিডির অংশগ্রহণের সমন্বয়ে একীভূত শিক্ষা নিশ্চিত করা হয়েছে, যা জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মন্তব্য করুন