এসএসসির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ এবং ২০ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার (১৩ নভেম্বর) দুপুরে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। বোর্ডের নির্দেশনা ছিল- ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
মন্তব্য করুন