কিডনিজনিত সমস্যায় অসুস্থ কলেজছাত্র আল এমরান বিশ্বাস নাহিদ (১৬)। তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ৫ লাখ টাক। নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র।
গত বছরের ২৫ ডিসেম্বর থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয় নাহিদ। পরে একই বছর ২৮ ডিসেম্বর জানা যায় তার দুটি কিডনিই নষ্ট হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কিডনি ফাউন্ডেশন ফেব্রুয়ারি মাসে বিএসএমএমইউ এর শিশু কিডনি বিভাগে প্রফেসর আফরোজা বেগমের কাছে চিকিৎসাধীন রয়েছে।
নাহিদ বর্তমানে বিএসএমএমইউতেই চিকিৎসাধীন রয়েছে। সপ্তাহে ৩টি ও মাসে ১২টি ডায়ালাইসিস প্রয়োজন হয়। প্রতি ডায়ালাইসিসে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয়, হিমোগ্লোবিন বাড়ানোর জন্য (Eposis 3000IU) Inj প্রয়োজন হয় সপ্তাহে ২টি মাসে ৮টি। এমন অবস্থায় পারিবার আর্থিক সমস্যায় ভুগছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপ্ল্যান্ট করা হবে।
ইতোমধ্যে সকল টেস্ট সম্পূর্ণ করে ৭৫% টিস্যু বাবার সঙ্গে ম্যাচ হওয়ায় এখন শুধু অপারেশনের তারিখের অপেক্ষায়।
ট্রান্সপ্ল্যান্ট করাতে ১৪ দিনের প্যাকেজ এ ৫,৯২,০০০ লাখ টাকা এবং অপারেশন পরবর্তী ৬ মাসের প্রতি মাসে ৪০০০০-৪৫০০০ হাজার টাকার ওষুধ প্রয়োজন।
নাহিদের ভাই জানান, আমার বাবা একজন গাড়ি চালক, এই খরচ আমার বাবার একারপক্ষে বহন করা অসম্ভব। তাই আমার ভাইয়ের চিকিৎসার জন্য সকালের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
সাহায্য পাঠাতে যোগাযোগ-
নাহিদের বর্তমান ঠিকানা : ২৭৫,এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ঢাকা।
বিকাশ/নগদ/রকেট : 01754 741 757 Account name : Md Shahin Khan (নাহিদের বাবা) Bank : Brac Bank Branch : Chapainawabgonj Account number : 1014398760002
মন্তব্য করুন