ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খানের বিরুদ্ধে ওঠা পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরের নেতৃত্বে বাকি দুজন সদস্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী।
এ ছাড়া, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
আইন বিভাগের ডিন অধ্যাপক ড. সীমা জামানকে প্রধান করে গঠিত ৩ সদস্যের এই কমিটিতে অন্য সদস্যরা হলেন- হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ও সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ।
রোববার (৩১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।