কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

কোটা বহালের রায় আপিল বিভাগে স্থগিত দাবি

সংবাদ সম্মেলনে আপিল বিভাগে কোটা স্থগিতের দাবি জানান কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আপিল বিভাগে কোটা স্থগিতের দাবি জানান কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতারা। ছবি : কালবেলা

হাইকোর্ট কর্তৃক কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণার রায় প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতারা। আপিল বিভাগের মাধ্যমে এই রায় স্থগিত করতে রাষ্ট্রপক্ষ যাতে উদ্যোগ নেয়, সেই দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতারা।

লিখিত বক্তব্যে কোটা সংস্কার আন্দোলন-২০১৮ এর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁন বলেন, ২০২১ সালের একটি রিটের প্রেক্ষিতে গতকাল বুধবার মহামান্য হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে। এর আগে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগে অযৌক্তিক কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে ওই বছর ৪ অক্টোবর সরকারের সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটাপদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করেন।

তিনি বলেন, সেসময় পরিপত্রে উল্লেখ করা হয়, ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধারভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটাপদ্ধতি বাতিল করা হলো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় সরকার তৎকালীন মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে ও কমিটির সদস্যের পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা করেছিলেন। তাহলে কেন ২০১৮ সালের একটি মীমাংসিত বিষয় নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে? শিক্ষার্থীদের আন্দোলনে ঠেলে দেয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন শেষে সাধারণ শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে। এখন বিসিএসসহ সকল ১ম ও ২য় শ্রেণির চাকরিতে মেধাবীরা সুযোগ পাচ্ছে। কিন্তু আন্দোলনের নেতৃত্বদানকারী নেতারা এখনোও মিথ্যা ও হয়রানিমূলক মামলার হাজিরা দিচ্ছে ,গুরুতর আহতরা কষ্টে দিনযাপন করছে। তারপরও আগামীর বাংলাদেশ বির্নিমাণে আমরা চাই মেধাবীরা রাষ্ট্র বির্নিমাণ এগিয়ে যাক। তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বাংলাদেশের প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে মেধাশূন্য করার চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা- বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সঙ্গে প্রতারণা।

এসময় তিনি বলেন, আমরা যারা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তাদের পক্ষ থেকে হাইকোর্টের এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

শিক্ষার্থী বন্ধুদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি রেখে অনতিবিলম্বে হাইকোর্টের এই রায় আপিল বিভাগের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে স্থগিত করার উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, মঞ্জুর মোরশেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মামাতো ভাইকে দিয়ে যুবদল নেতাকে খুন করান স্ত্রী’

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

১০

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

১১

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

১২

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

১৩

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

১৪

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

১৫

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

১৬

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১৭

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১৮

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

১৯

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

২০
X