কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে : ঢাকা বোর্ড চেয়ারম্যান

ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ছবি : সংগৃহীত
ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ছবি : সংগৃহীত

রাজধানীতে কাছাকাছি দূরত্বে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচি হবে আগামীকাল শুক্রবার। এ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আবার একই দিনে পূর্বনির্ধারিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সে কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, এসএসসির ফল শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে জানে। আবার আমাদের ওয়েবসাইটে লগইন করার মাধ্যমেও ফল জানতে পারে। শিক্ষার্থীরা ঘরে বসে ফল পাবে, কাজেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার দরকার নেই। এরপরও যারা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে, নিজ উদ্যোগে আসবে। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

তপন কুমার সরকার আরও বলেন, এসএসসির ফল প্রকাশ হবে সকালে আর রাজনৈতিক কর্মসূচি হবে বিকালে। এতে ফল প্রকাশে কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ হবে আগামীকাল শুক্রবার। অন্যান্য বছর কর্মদিবসে ফল প্রকাশ করা হলেও এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিন ফল প্রকাশ করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। প্রকাশের আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সংক্ষেপ তুলে ধরা হবে। এরপর বোর্ড থেকে একটি ক্লিকের মাধ্যমে সবার জন্য তা উন্মুক্ত করা হবে। বেলা ১১টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

যেভাবে জানা যাবে ফল এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি

পর্যটনকেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা 

সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ 

কুষ্টিয়ায় জব্দকৃত ৮০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস 

জুলাই শহীদ রনির মা-বোনকে মারধর, গ্রেপ্তার ২

জবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে ফয়সাল-শাহিন

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেপ্তার 

জাবির গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে উজ্জ্বল-সিয়াম

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

ইরানের প্রতি সমর্থন জানালো পাকিস্তান

১০

নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

১১

জাতির উদ্দেশ্যে ভাষণ / দুই লক্ষ্য জানালেন নেতানিয়াহু

১২

দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

১৩

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি : ইরান

১৪

ওয়াশিংটন ইসরায়েলের খারাপ আচরণে মদদ দিয়ে আসছে : মার্কিন সেনা

১৫

এবার ইসরায়েলিদের হাইফা খালি করতে বললো ইরান

১৬

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

১৭

সমন্বয়কের ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

১৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাঙা হলো ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৯

খুলনায় ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ নারী

২০
X