কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৪১তম বিসিএসের ফল এক সপ্তাহের মধ্যে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

এক সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র জানিয়েছে, ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। এর আগে জুলাইয়ের মাঝামাঝি ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও নানান জটিলতায় সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে এসব সূত্র।

পিএসসি সচিব মো. হাসানুজ্জামান কল্লোল কালবেলাকে বলেন, ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আশা করছি, এই ফলাফল খুব তাড়াতাড়ি প্রকাশ করতে পারব।

অন্যদিকে, পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন- ৪১তম বিসিএসের ফল প্রকাশের তারিখ নির্ধারণ হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় ফল ঘোষণা হতে পারে।

এদিকে ফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণে ক্ষুব্দ চাকরিপ্রার্থীরা। তারা বলছেন, এক বিসিএসে পিএসসি চার বছর সময় নিলে সরকারি চাকরিতে শূন্যপদ থাকবেই। এটি একটি দেশের জন্য হতাশার। এই লম্বা নিয়োগ প্রক্রিয়ার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকে সামাজিকভাবে হেয় হচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন চাকরিপ্রার্থী কালবেলাকে বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর হতে চলল, তবুও ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলের দেখা নেই। ফল প্রকাশে পিএসসি বারবার বিভিন্ন উদ্যোগের কথা বললেও সেগুলো আলোর মুখ দেখেনি। ৪১তম বিসিএসের আলোচনা উঠলেই পিএসসি চেয়ারম্যান ফল প্রকাশে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি অন্য বিসিএসগুলোর ফলও এগিয়ে আনার বিষয়ে বিভিন্ন আশার গল্প শোনান। কিন্তু এরপর যেই লাউ, সেই কদু। মৌখিক পরীক্ষার কিছুদিন পরই চূড়ান্ত ফল দেওয়া হয়েছিল ৪০তম বিসিএসে। কিন্তু ৪১ এর ক্ষেত্রে এক মাস পেরিয়ে গেলেও ফল দেওয়া হচ্ছে না। পিএসসির এত এত উদ্যোগ তাহলে যাচ্ছে কোথায়?

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসের ফল প্রকাশের আগে ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগের সুপারিশ করতে চেয়েছিল কমিশন। কিন্তু ওই বিসিএসের নন-ক্যাডারে ১৫৬ জন প্রকৌশলীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত এটি আদালত পর্যন্ত গড়ায়। তাই ৪০তম বিসিএসের সমস্যা সমাধানের আগেই ৪১তম বিসিএসের ফল প্রকাশের চেষ্টা করছে পিএসসি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। তাদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ২৬ জুন।

৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা ৩৭০টি বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জনে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি লোক নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। শিক্ষার পর বেশি নিয়োগ দেওয়া হবে প্রশাসন ক্যাডারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

১০

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

১১

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

১২

গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

১৩

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১৪

ঘরের সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

১৫

নুর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

১৬

সপ্তাহে দুদিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরির সুযোগ

১৭

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

১৮

লাল টি-শার্ট পরা যুবককে নিয়ে পোস্ট রাশেদ খানের

১৯

‘স্যার, নাটক আর কত’, আসিফ নজরুলকে নীলা ইসরাফিল

২০
X