কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের বাংলাদেশি শিক্ষার্থীদের জুন ২০২৩ সিরিজের ফল প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জুন ২০২৩ সিরিজের ফল প্রকাশ করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। গত ১৬ আগস্ট বুধবার ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ফল প্রকাশ করে। এর আগে ১০ আগস্ট ‘এএস’ এবং ‘এ’ লেভেলের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এই বছর বিশ্বব্যাপী ৫ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান।

এ বছর ১৪৭টি দেশের ৫ হাজার ৬০০টি স্কুল থেকে রেকর্ড সংখ্যক ১৭ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন। যা গত বছরের থেকে ১১ শতাংশ বেশি। বিগত বছরগুলোতে করোনা মহামারি থাকা সত্ত্বেও বাংলাদেশের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনের পরবর্তী পদক্ষেপ নিতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছে। এ পথে তদের একনিষ্ঠ সমর্থক হিসেবে কাজ করছে তাদের স্কুল, শিক্ষক ও পরিবার। বাংলা, ইংরেজি এবং গণিত ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্যামব্রিজ আইজিসিএসই এবং ও লেভেলের বিষয়। এ ছাড়া এএস এবং এ লেভেলের জনপ্রিয় বিষয় ছিল পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত।

জুন ২০২৩ সিরিজের ফলাফল প্রকাশের বিষয়ে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ বলেন, ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনের জন্য অভিনন্দন জানাই। আমাদের শিক্ষার্থীরা গত কয়েক বছর তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে কঠোর ধৈর্য ধারণ করেছে। যা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা আগামী দিনগুলোতে আসা সকল সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারবে।’ ক্যামব্রিজ স্কুল এবং সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের রিজওনাল ডিরেক্টর মহেশ শ্রীবাস্তব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাদের পরিশ্রম, পরিবার এবং সমাজের পূর্ণ সমর্থন। ক্যামব্রিজ একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রতিফলনের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্ষমতায়নে এটি কাজ করবে। আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গঠনে আত্মবিশ্বাসী করে তুলে সামনে থাকা সীমাহীন সুযোগগুলোকে কাজে লাগানোর পথ তৈরিতে সাহায্য করব।’

অন্যান্য পরীক্ষার বোর্ডের মতো, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ধাপে ধাপে তাদের শিক্ষার মান ২০১৯ সাল বা করোনার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এই বছরের পরীক্ষার মান ২০১৯ সালের মতো নেওয়া হয়েছে এবং ফলাফলের মান নির্ধারণ করার সময় মহামারির প্রভাব বিবেচনা করা হয়েছে। যার ফলে কোনো শিক্ষার্থী মহামারির আগে পরীক্ষা দিয়ে যদি ‘এ’ গ্রেড পেত তাহলে এবারের পরীক্ষাতেও তার একই ফলাফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই ছিল।

বাংলাদেশে ৮০টিরও বেশি স্কুল তাদের শিক্ষার্থীদের ক্যামব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে। শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ পাথওয়ে পাঠ্যক্রমে ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ ৭০টির বেশি এবং ‘ও’ লেভেলে ৪০টির বেশি বিষয় এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে ৫৫টির বেশি বিষয় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

কেশবপুরে চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’

সিলেটে ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

হাটহাজারীতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণদোয়া

জনসভায় হামলা-ভাঙচুর গণতন্ত্রের ওপর গভীর হুমকি : জেএসডি

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

১০

সিলেটকে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ

১১

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

১২

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ : টুকু

১৩

ঢাকায় নেত্রকোনা মুক্ত দিবস উদযাপন

১৪

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

১৫

যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের অনন্য যেসব শক্তিমত্তা

১৬

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

১৭

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

১৮

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

১৯

শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

২০
X