বরিশাল বিভাগের ছয় জেলায় ২১টি সংসদীয় আসনে যাছাইবাছাই শেষে ২৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের অভাব ও নানা ত্রুটির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রূহুল আমিন হাওলাদারসহ অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। উপযুক্ত কাগজপত্র দাখিল সাপেক্ষে সোমবার (৪ ডিসেম্বর) তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা।
জানা যায়, বরিশাল জেলায় ৬টি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। ছয় প্রার্থীরা হলেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কংগ্রেস দলের মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদার। এ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুকে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা স্থগিত করা হয়।
এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনে জাপার প্রার্থী বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে আপত্তি দিয়েছিল ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পঙ্কজ নাথের শেয়ারে পরিবহন ব্যবসার তথ্য গোপনের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় সোমবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোলা জেলায় প্রার্থিতা বাতিল হয়েছে দুই প্রার্থীর। তারা হলেন- ভোলা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, ভোলা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া ভোলা-২ আসনে জাপা প্রার্থী মিজানুর রহমানের ঋণখেলাপির অভিযোগ ওঠায় তার মনোনয়ন স্থগিত রেখে সোমবার (৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
ঝালকাঠি জেলায় সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারমধ্যে ছয়জনই ঝালকাঠি-১ আসনের। তারা হলেন- আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি বজলুল হক হারুন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, জাপার মো. এজাজুল হক, স্বতন্ত্র নুরুল আলম ও ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল।
প্রসঙ্গত, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যরিষ্টার শাহজাহান ওমর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে দেশজুড়ে আলোচিত হন। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাপার মো. নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পিরোজপুর জেলায় মনোনয়ন ফরম বাতিল হয়েছে পাঁচজনের। তারা হলেন- পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানি-নাজিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, তৃণমূল বিএনপির মো. ইয়ার হোসেন রিপন, বাংলাদেশ কংগ্রেসের মো. শাহ আলম এবং পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-স্বরূপকাঠি-কাউখালী) আসনে জাপার মো. খলিলুর রহমান।
বরগুনা জেলায় চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের দুই স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ও নুরুল ইসলাম। বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে স্বতন্ত্র রফিকুল ইসলাম ও কংগ্রেস পার্টির আব্দুর রাজ্জাক। একই আসনে জাপা প্রার্থী মিজানুর রহমানের ঋণখেলাপির অভিযোগ ওঠায় তার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
৪৪ লাখ টাকা কর না দেওয়ায় এবং তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকার রাজস্ব আইনের মামলা আপিল ট্রাইবুনালে বিচারাধীন থাকায় পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) আসনে জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছেন পটুয়াখালীর রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. নুর কুতু আলম।
এ ছাড়া পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দিন ও জাকের পার্টির মিজানুর রহমান, পটুয়াখালী-২ (বাউফল) আসনে স্বতন্ত্র নুর মোহম্মদ ও পটুয়াখালী-৪ আসনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমানের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন