নির্বাচনে আগে থেকেই আওয়ামী লীগের ভোট পেয়ে আসছেন দাবি করে বিএনপি থেকে বহিষ্কার হওয়া ঝালকাঠি-১ আসনের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক দুভাবেই আমাকে ভোট দেবে। আওয়ামী লীগের ভোট আমি সবসময়ই পাই।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিলে শুনানিতে প্রার্থিতা বহাল থাকার পর এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগে আমার মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করব। আমি তো আশাবাদী। মুক্তিযুদ্ধে আমি বরিশাল বিভাগের কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে। আগে অর্ধেক খাটত।
ডামি প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, আমি তাদের স্যালুট করি। যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক। আগে আমার প্রতীক ধানের শীষ ছিল, এবার নৌকা নিয়ে নির্বাচন করব। কেউ যদি গায়ের জোর দেখায়, বল প্রয়োগ করে, সেটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই। এটা প্রশাসনের বিষয়।
হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন এমন অভিযোগ এনে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। আজ চূড়ান্ত শুনানি নিয়ে নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামেও ছিলেন সক্রিয়।
মন্তব্য করুন