বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে ঘিরে নানা সময়ে নানা গুঞ্জন রটেছে। তবে সেসব নিয়ে খুব একটা মন্তব্য করতে দেখা যায়নি তাকে। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়ে এমনই এক পুরোনো গুজব প্রসঙ্গে খোলামেলা মত দিলেন এই তারকা।
অনুষ্ঠানে করণ জানতে চান— নিজের নামে শোনা সবচেয়ে আজব গুজব কোনটি? হাসতে হাসতেই অক্ষয় উত্তর দেন, ‘আমি গে!’। এই উত্তর শুনে করণ নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে যান।
পরিষ্কার করে অক্ষয় বলেন, ‘আমার নাম তুশার কাপুর আর সাইফ আলি খানের সঙ্গে জড়ানো হয়েছিল। কেন এমন রিউমার ছড়িয়েছিল, আমি জানি না।’
করণ মজা করে প্রশ্ন তোলেন, ‘ওদের সঙ্গে কী করেছিলেন আপনি, যে এমন গুঞ্জন ছড়াল?’ অক্ষয় দ্বিধাহীনভাবে জবাব দেন, ‘কিছুই করিনি, এ তো নিছক গুজব।’
আড্ডার একপর্যায়ে অক্ষয় করণকে উদ্দেশ করে বলেন, ‘আমার দিকে তাকাও, দেখে তোমার কী মনে হয়— আমি গে?’ করণও তৎক্ষণাৎ হেসে জবাব দেন, ‘না, মোটেও না।’
মন্তব্য করুন