কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কান্তারা’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে দাপট দেখায়। ১৬ কোটি রুপির বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিসেই নয়, দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। খবর: স্যাকনিল্ক
এর সাফল্যের পর নির্মিত হয়েছে সিনেমাটির প্রিকুয়েল, যার নাম ‘কান্তারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির ফার্স্ট লুকেই দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
নানা আলোচনা-সমালোচনার পর ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিকুয়েলটি। মুক্তির পর থেকে এটি দর্শক ও সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে এবং বক্স অফিসেও দাপট দেখাচ্ছে।
স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কান্তারা টু’ মুক্তির প্রথম চার দিনে ভারতে আয় করেছে ২৬৭.৫ কোটি রুপি, বিদেশে ৪০.৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২২ কোটি ৯৯ লাখ টাকা)। বলি মুভি রিভিউজ অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ৮৭.৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৬১ কোটি, তৃতীয় ও চতুর্থ দিন ৮১ কোটি রুপি করে, যার মোট আয় ৩১০.৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২৬.৯৭ কোটি টাকা)।
সিনেমার মুক্তির আগেই এটি মোটা অঙ্কের অর্থ আয় করেছে। সূত্র পিঙ্কভিলাকে জানায়, অ্যামাজন প্রাইম ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস ১২৫ কোটি রুপিতে কিনেছে (বাংলাদেশি মুদ্রায় ১৭২ কোটি ৫৬ লাখ টাকার বেশি)। এটি কন্নড় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ চুক্তি এবং ‘কেজিএফ টু’র পর দ্বিতীয় স্থানে রয়েছে।
‘কান্তারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। সিনেমার কাহিনি স্থানীয় গ্রামবাসীর দেবতা ভূতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথম পার্টে তিনটি ভিন্ন সময়ে গল্প দেখানো হয়েছে। পরিচালক ঋষভ শেঠি পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য রচনা এবং অভিনয়ও করেছেন। প্রিকুয়েলেও চিত্রনাট্য রচনা, পরিচালনা ও অভিনয় করেছেন ঋষভ।
প্রথমে ‘কান্তারা’ কন্নড় ভাষায় নির্মিত হলেও পরে আরও ছয়টি ভাষায় ডাব করে প্রদর্শিত হয়। মূল সিনেমার নির্মাণ ব্যয় ছিল ১৬ কোটি রুপি, সম্পূর্ণ বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫ কোটি রুপি। প্রিকুয়েল নির্মাণে খরচ হয়েছে এর দ্বিগুণ, বলি মুভি রিভিউজ জানিয়েছে মোট খরচ হয়েছে ১২৫ কোটি রুপি।
প্রিকুয়েলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ।
মন্তব্য করুন