

ভারতের সিনে-ইন্ডাস্ট্রিতে অভিষেকের পরই যিনি নজর কেড়েছিলেন লাখো দর্শকের, সেই মেহরীন পিরজাদা আবারও খবরের শিরোনামে। তবে এবার সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবনের রহস্য ঘিরে। ভারতীয় রাজনীতিবিদ ভাবিয়া বিষ্ণোইয়ের সঙ্গে প্রেম, বাগদান আর ভাঙনের পর দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা জল্পনা-কল্পনা। আর সেই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে গোপন অভিনেত্রীর বিয়ের গুঞ্জন। গোপনে বিয়ের গুঞ্জন নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, ঠিক তখনই দীর্ঘ নীরবতা ভেঙে এবার সামনে এলেন এই সুন্দরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপনে বিয়ে নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামের এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন মেহরীন।
প্রকাশিত পোস্টে মেহরীন বলেন, ‘আজকাল কোনো ধরনের প্রতিক্রিয়া নেওয়া ছাড়াই ভুল তথ্য যেভাবে ছড়িয়ে পড়ছে, তা সত্যিই অদ্ভুত! সাংবাদিকতাও তথাকথিত ‘স্টুপিড পেইড’ আর্টিকেলের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২ বছর ধরে এসব নিয়ে চুপ ছিলাম। কিন্তু লাগাতার হয়রানির কারণে আজ কথা বলতে বাধ্য হলাম।’
তার গোপনে বিয়ের গুঞ্জন নিয়ে খবর প্রকাশ করে ‘ডিএনএ ইন্ডিয়া’ নামে এক গণমাধ্যম প্রতিষ্ঠান। সেই গণমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করে মেহরীন বলেন, ‘ডিএনএ ইন্ডিয়া আমাকে নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে। এ প্রতিবেদেনে বলা হয়েছে, ‘আমি এক্সওয়াইজেড অর্থাৎ কাউকে বিয়ে করেছি।’ আমরা তাকে একেবারেই চিনি না, এমনকি কখনো কথাও বলিনি। স্পষ্টতই, এটা কোনো নিম্নমানের মানুষের কাজ; যে আমার উইকিপিডিয়া হ্যাক করে নিজে ২ মিনিটের খ্যাতি পাওয়ার চেষ্টা করেছে। তাই আমি সবকিছু পরিষ্কার করছি।‘
মেহরীন পিরজাদা আরও বলেন, ‘আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আমি যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন পুরো দুনিয়াই জানবে—এই প্রতিশ্রুতি দিচ্ছি।’
সব মিলিয়ে খুব অল্প বয়সেই র্যাম্প থেকে বড় পর্দায় যাত্রা করেন মেহরীন। দীর্ঘ এই পথচলায় নিজেকে বারবার নতুন করে প্রমাণ করেছেন এই সুন্দরী। সাফল্যের পাশাপাশি বিরতি ও বিতর্ক পেরিয়ে ফের ‘ইন্দ্রা’ দিয়ে প্রেক্ষাগৃহে ফেরা তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করেছে।
সাবারিশ নন্দ’র পরিচালনায় নির্মিত এ সিনেমায় মেহরীনের পাশাপাশি অভিনয় করেছেন মাইম গোপী, বসন্ত রবি, অনিখা সুরেন্দ্রন সহ আরও অনেকে।
মন্তব্য করুন