ন্যাড়া মাথায় দেখা গেল দক্ষিণী সিনেমার অভিনেতা ধানুশকে। চুল ফেলে দিয়েছেন তার দুই সন্তানও। সেসব ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। অনেকেই ধারণা করছেন পরবর্তী সিনেমার জন্য চুল ফেলে দিয়েছেন ধানুশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দুই ছেলে যাত্রা ও লিঙ্গকে নিয়ে তিরুপতি বালাজি মন্দিরে গিয়েছিলেনে এই অভিনেতা। সেখানে বাবা ও ছেলে তিরুপতির ‘বালাজি ভগবানের’ উদ্দেশে চুলদান করেন।
আরও জানা গেছে, ধানুশের পরবর্তী সিনেমার নাম ‘ক্যাপ্টেন মিলার’। বিগত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন ধানুশ। পর্দায় লম্বা চুলেই দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন অরুণ ম্যাথেশ্বরণ। এতে আরও অভিনয় করছেন, প্রিয়াঙ্কা অরুল মোহন, শিবা রাজকুমার, সুদীপ কিষাণসহ অনেকে। চলতি বছরেই ছবিটি হলে মুক্তির সম্ভাবনা রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইম
মন্তব্য করুন