বলিউড সুপারস্টার সালমান খান। বহু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। শাহরুখ খানের ‘পাঠান’-এও ক্যামিও হিসেবে প্রশংসিত হন তিনি। তবে সালমান আর অতিথি চরিত্রে কাজ করতে চান না। সূত্র : বলিউড হাঙ্গামা
‘পাঠান-টু’ নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখ খান। অন্যদিকে হৃতিক রোশান ‘ওয়ার-টু’র পরিকল্পনায় রয়েছেন। শোনা যাচ্ছে, দুটি সিনেমাতেই ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান। তবে বলিউড সুপারস্টার ক্যামিও চরিত্রে অভিনয় করবেন না।
ক্যামিও চরিত্রে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন সালমান।
গত বছরের ১২ নভেম্বর সালমান অভিনীত ‘টাইগার-থ্রি’ সিনেমা মুক্তি পায়। ভক্তরা অপেক্ষায় ছিলেন নতুন সিনেমার ঘোষণা কবে দেন ভাইজান। অবশেষে দুদিন আগে দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোসের সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন সালমান। নাম ঠিক না হওয়া সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপি। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে।
মন্তব্য করুন