কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সিনেমায় জাহিদ হাসান ও মাহফুজ আহমেদকে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এ লেখকের মৃত্যুবার্ষিকীতে কিছু স্মৃতিচারণ করেছেন মাহফুজ। অভিনেতার ভাষ্য, একটি সিনেমায় তার জন্য নির্ধারিত চরিত্র কেড়ে নিয়েছেন জাহিদ হাসান। এমনকি মাহফুজের দাবি, অভিনেতা হিসেবে তাকে সঠিক মূল্যায়ন করেননি হুমায়ূন আহমেদ। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মাহফুজ জানান, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে জাহিদ হাসান যে চরিত্রটি করেছেন, সেটি করার কথা ছিল মাহফুজেরই। এ নিয়ে কথাবার্তা ফাইনাল ছিল। কথা চূড়ান্ত হওয়ার পর স্ত্রীর সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া চলে যান তিনি। পরে জানতে পারেন, ওই সিনেমায় ফেরদৌস যে চরিত্র পেয়েছেন, সেটার জন্য তাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু মাহফুজ সেই চরিত্রে কাজ করতে অসম্মতি জানান। হুমায়ূন আহমেদকে ‘না’ বলে দেন তিনি। মাহফুজের ভাষ্য, হুমায়ূন আহমেদ কখনো ভাবতেও পারেননি তিনি ‘না’ বলবেন। এরপর মাহফুজ আর হুমায়ূনের কাছে যাননি।
এরপর মাহফুজ জানতে পারেন, হুমায়ূন আহমেদকে ছাগল জবাই করে খাইয়েছেন জাহিদ হাসান। বিনিময়ে মাহফুজের জন্য বরাদ্দ চরিত্রটিতে তাকে নেওয়ার দাবি করেছেন।
মাহফুজ বলেন, জাহিদ আমাকে বলতে পারতেন যে ওই চরিত্রটা তিনি করতে চান। হুমায়ূন আহমেদও তো আমাকে ডেকে বলতে পারতেন বিষয়টি। আমি হয়তো নিষেধ করতাম না। কিন্তু হুমায়ূন আহমেদ আমাকে তা জানানোর প্রয়োজনও মনে করেননি। এরপর আমি আর কখনো তার কাছে যাইনি।
আরও পড়ুন : শাকিব-অপুর এক হওয়া, মুখ খুললেন বুবলী
মাহফুজের এসব মন্তব্যকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে নেটপাড়ায়। এ বিষয়ে জাহিদ হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, মাহফুজ কী বলেছে সেটা সে ভালো জানে।
পরে অবশ্য বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অভিনেতা মাহফুজ। বলেছেন, স্মৃতিচারণের জন্য কিছু কথা বলেছি। স্মৃতিতে কিছু সত্য চলে আসে। কাউকে দুঃখ দেওয়া কিংবা হেয় করার ইনটেনশন থেকে এটা বলিনি আমি।
এ ছাড়াও বিষয়টি নিয়ে আরেকটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছেন মাহফুজ। বলেছেন, আমি বুঝতে পেরেছি কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি। আমি ভুল করেছি, তাই তার মোবাইলে মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে আর কিছু বলার নেই। এখন জাহিদ হাসান চাইলে আমাকে ক্ষমা করতে পারেন, আছাড়ও মারতে পারেন। এ নিয়ে আমি আর কিছু বলব না।
মন্তব্য করুন