সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কার অনুসারী কত? 

কার অনুসারী কত? 
কার অনুসারী কত? 

সোশ্যাল মিডিয়ার তারকারা বেশ সরব থাকেন। নিজেদের নানা আপডেট ফেসবুক পেজেই দেন তারা। বেশ কজন আলোচিত ও জনপ্রিয় নায়িকার ফেসবুক পেজে ফলোয়ারের দিক থেকে কে, কী ধরনের পোস্ট করে থাকেন সেটি নিয়েই এ প্রতিবেদন।

দেশের নায়িকাদের মধ্যে ফেসবুকে ফলোয়ারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাণিজ্যিক কিংবা ভিন্নধারা সব ঘরানার গল্পেই দেখা মিলেছে তার। তবে ব্যবসায়িক সাফল্য খুব একটা জোটেনি। অপার সম্ভাবনা নিয়ে সিনেমায় নাম লেখানো নায়িকাদের অন্যতম ছিলেন পরী। অথচ ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চিত হয়েছেন এই সুন্দরী। প্রেম, বিয়ে, সংসার ও বিচ্ছেদ- পরীর জীবনই যেন এক সিনেমা। এ নায়িকার ফেসবুক ফলোয়ার ১ কোটি ৬০ লাখ। ছবি, স্বামী-সন্তান, সিনেমার প্রোমোশন সব কিছুই পরী তার পেজের মাধ্যমে করেন।

তিনি এ সময়ের নায়িকা নন। তবে জনপ্রিয়তায় এখনো যে কারও চেয়ে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। অসংখ্য হিট সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ভক্তদের মনের মাঝে আজও রাজত্ব করছেন। এই সুন্দরীর ফেসবুকে ফলোয়ার কোটি ছুঁই ছুঁই। ৯৯ লাখ ফলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে পূর্ণিমার পেজটি। দারুণ সব ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সরব থাকেন পূর্ণিমা। বিভিন্ন সময়ে রিলসও বানিয়ে থাকেন।

ঢাকাই ছবির কুইন বলা হয় তাকে। তিনি অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ক্যারিয়ারে ব্যাপক সাফল্য পেয়েছেন। এখনো সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অপু। এছাড়া নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে দেখা যায় তাকে। ভক্তদের জন্য নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। অপুর ফলোয়ার ৯০ লাখের বেশি।

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু তার। মডেলিং ও অভিনয়ে দেখা গেছে তাকে। সিনেমায় নাম লিখিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। বলছি নুসরাত ফারিয়ার কথা। সিনেমায় তার যাত্রাটা শুরু হয়েছিল রাজকীয়ভাবেই। যৌথ প্রযোজনার সিনেমা আশিকির মাধ্যমে আলোচনায় আসেন। এরপর সিনেমাতেই নিয়মিত তিনি। তবে কাজ করেন বেছে বেছে। চাইলেই তাকে নায়িকা হিসেবে পাওয়া দুষ্কর। কারণ বড় আয়োজনের সিনেমা ছাড়া দেখা যায় না তাকে। ফারিয়ার ফেসবুক পেজে অনুসারী ৬৯ লাখ। বিভিন্ন সময়ে ভ্রমণ থেকে শুরু করে ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন তিনি।

পরাণ’খ্যাত নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের ফেসবুক পেজ খুবই পরিপাটি। সাজানো-গোছানো- বলা চলে ঝকঝকে চকচকে। দারুণ সব ছবি পোস্ট করে থাকেন মিম। ভক্তরা সেসব ছবির কমেন্টস বক্সে নানারকম মন্তব্যও করে থাকেন। তার সৌন্দর্যে মুগ্ধ হন নেটিজেনরা। মিমের ফেসবুকে ৬৫ লাখের বেশি ফলোয়ার রয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও ব্যস্ত তিনি। জয়া তার জীবনযাপনের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এছাড়া নিজের কাজের প্রচারণায় পেজটি ব্যবহার করে থাকেন তিনি। পেজে জয়া কিছু পোস্ট করা মাত্রই হুহু করে ভাইরাল হয়ে যায়। তার ফলোয়ার ৫৭ লাখ।

হাল সময়ে শাকিব খানকে কেন্দ্র করেই আলোচনায় থাকেন শবনম বুবলী। এছাড়া অপু বিশ্বাসের সঙ্গে তো তার কথার লড়াই চলতেই থাকে। দুজনের বাকযুদ্ধে কেউ কাউকে ছাড় দেন না। তবে অপুর চেয়ে অনুসারীর দিক থেকে ঢের পিছিয়ে রয়েছেন তিনি। ফেসবুকে অপুর অর্ধেকের কম ফলোয়ার তার। বসগিরি নায়িকার ফেসবুকে ৪৮ লাখ অনুসারী রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১০

নৌপথে চাঁদাবাজি, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১১

ইউএনও’র বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

১২

নকল ওষুধ ও প্রসাধনী কারখানায় অভিযান, এক জনের কারাদণ্ড

১৩

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

১৪

সুখবর পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

১৫

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়

১৭

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

১৮

সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ, চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নৌবাহিনী

১৯

এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

২০
X