সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে নানা ধরনের পোস্ট দিয়ে আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। এবার তিনি ফেসবুক পোস্টে কাউকে ছ্যাঁচড়া ছেমড়া উল্লেখ করে তার উদ্দেশে জুতার বাড়ি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) চিত্রনায়িকা পরীমণি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে স্বামী রাজের ‘ভালো বন্ধু’ সুনেরাহর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।
পোস্টে পরীমণি লিখেছেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে ভরিয়ে দিল তার ফেসবুকের ওয়াল! তো, দুদিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই!’
তিনি আরও লেখেন, ‘সুন্দর না? বন্ধু কি সেটি উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে।’
পোস্টের একেবারে শেষে পরী লেখেন, ছ্যাঁচড়া ছেমড়া নেহ জুতার বাড়ি খা।
মন্তব্য করুন