বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে হতভম্ব হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কেননা শুক্রবার সকালেই তার সঙ্গে দেখা করার কথা ছিল এই চিত্রনায়িকার। দেখা তো হলোই না বরং ঘুম ভাঙতেই পান্না কায়সারের মৃত্যুর খবর শুনতে হলো তাকে।
এদিকে দুমাস ধরে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছিলেন মিম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও অধ্যাপক পান্না কায়সার দম্পতির উত্তরসূরি শমী কায়সারের প্রযোজনায় সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক, যাতে পান্না কায়সার চরিত্রে অভিনয় করছেন মিম। সিনেমায় পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লাহ কায়সারকে আবিষ্কার করা হবে বলে জানা গেছে।
শুটিংয়ের অবসরে গতকাল শমী কায়সারকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করেন মিম। এই শুক্রবারেই তাদের দেখা হওয়ার কথা ছিল।
আরও পড়ুন : পান্না কায়সার আর নেই
পান্না কায়সারের মৃত্যুর খবর পেয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী কায়সার বললেন, তোমাদের তো শুক্র ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব।
পান্না কায়সারের সঙ্গে দেখা করতে খুবই ব্যাকুল ছিলেন অভিনেত্রী মিম। দুমাস ধরে তিনি পান্না কায়সারের জীবনের নানা গল্প শুনেছেন। সেই অনুযায়ী নিজেকে গড়ছিলেন সিনেমার চরিত্র ফুটিয়ে তুলতে। কিন্তু পান্না কায়সারের সঙ্গে দেখা হলো না তার। ঘুম থেকে উঠেই শোনেন পান্না কায়সার আর নেই। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছেন বিদ্যা সিনহা মিম।
মন্তব্য করুন