

নীল আকাশের সঙ্গে মিশে থাকা নীল জলরাশি, সূর্যের আলোয় ঝিলমিল করা সমুদ্র—সেই স্বপ্নিল আবহেই এবার নিজেকে হারিয়ে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যস্ততার শহর ছেড়ে ছুটির মেজাজে মালদ্বীপের অপার সৌন্দর্যে ডুবে থাকা মিমের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই মুগ্ধ করেছে নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে মালদ্বীপ ভ্রমণের বেশকিছু ছবি প্রকাশ করেছেন মিম।
প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, আর পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী চাহনি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে।
কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসছেন, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
এদিকে সংশ্লিষ্ঠ সূত্রে আরও জানা যায় জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে ‘মালিক’ সিনেমার কাজ শুরু করেছেন মিম। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ ও মিম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা যায়।
মন্তব্য করুন