বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে ‘আজান’-এর প্রিমিয়ার

জমকালো আয়োজনে ‘আজান’-এর প্রিমিয়ার
জমকালো আয়োজনে ‘আজান’-এর প্রিমিয়ার

ভালোবাসা কি কেবলই পাওয়া-না-পাওয়ার গল্প? নাকি ভালোবাসার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে ত্যাগে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে ঈদে নির্মিত বিশেষ নাটক ‘আজান’। হৃদয়স্পর্শী এই নাটকের পরিচালনায় রয়েছেন পুলক অনিল এবং প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।

গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জমকালো আয়োজনে ‘আজান’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা পলাশ, ইয়াশ রোহান, সুনেহরা বিনতে কামালসহ আরও অনেকে।

প্রিমিয়ারে নিজের অনুভূতি প্রকাশ করে জিয়াউল হক পলাশ বলেন, ‘দর্শক আজান দেখে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল বলেন, ‘গল্পটি দেখে যেমন ভালো লেগেছে, তেমনি মনও ভারী হয়ে গেছে। এটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।’

অন্যদিকে, অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘এই নাটকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ইরফান ভাইয়ের নামাজে বসে কান্নার দৃশ্য। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।’

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ ‘আজান’ নিয়ে বলেন, ‘যদিও এটিকে নাটক বলা হচ্ছে, তবে বিশ্বব্যাপী এটি একটি শর্টফিল্ম হিসেবেই বিবেচিত হতে পারে। আমাদের এই প্রোজেক্টকে নাটকের সীমায় বেঁধে রাখা ঠিক হবে না, কারণ এটি তৈরিতে সিনেমার মতোই পরিশ্রম করা হয়েছে। এটি এমন একটি গল্প, যা বড় পর্দায়ও তুলে ধরা সম্ভব।’

নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই প্রথম আমার অভিনীত কোনো নাটকের প্রিমিয়ার হলো। এটা আমার জন্য খুবই আনন্দের। আমি বেশ নার্ভাস ছিলাম, কারণ অনেকেই নাটকটি দেখেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে আসল স্বার্থকতা তখনই আসবে, যখন দর্শকরা এটি দেখবে এবং পছন্দ করবে।’

নির্মাতা পুলক অনিল জানান, ‘আজান-কে আমরা প্রেম, মায়া ও আবেগ দিয়ে তৈরি করেছি। তাই চেয়েছি, যত বেশি সংখ্যক মানুষ এটি দেখুক। এ কারণেই আমরা একটি বিশেষ আয়োজন করে প্রিমিয়ার করেছি, যাতে নাটকটি দ্রুত দর্শকদের কাছে পৌঁছায়।’

তিনি আরও বলেন, ‘প্রিমিয়ারের সময় আমি খুব নার্ভাস ছিলাম। যদিও সবাই প্রশংসা করেছেন, তবে দর্শকদের ভালোবাসার অপেক্ষায় রয়েছি। তাদের প্রতিক্রিয়াই আমাদের পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন করবে।’

‘আজান’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বাস্তব প্রেম ও ত্যাগের গল্পের ওপর ভিত্তি করে এ নাটকটি তৈরি হয়েছে। নাটকের নামকরণও বাস্তব জীবনের এক শিশুর নাম থেকে নেওয়া হয়েছে। ভালোবাসার এক ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত ‘আজান’ দর্শকদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারে, তা দেখার অপেক্ষায় পুরো টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১০

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১১

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১২

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৩

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৪

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৫

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৬

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৭

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৯

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

২০
X