বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লড়াই জমবে অ্যাকশনে

ঈদের তিন সিনেমার নায়ক আফরান নিশো, সিয়াম আহমেদ ও শাকিব খান। ছবি : সংগৃহীত
ঈদের তিন সিনেমার নায়ক আফরান নিশো, সিয়াম আহমেদ ও শাকিব খান। ছবি : সংগৃহীত

দেখতে দেখতে পবিত্র রমজান মাসের শেষ ভাগে আমরা। নিকটে চলে এসেছে ঈদুল ফিতর, যা উপলক্ষে সিনেমাপ্রেমী দর্শকের জন্য ঢালিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা, যার মধ্যে তিনটি সিনেমা নিয়ে উল্লেখযোগ্য বেশি আলোচনা হচ্ছে। সিনেমা তিনটি হলো ‘বরবাদ’, ‘দাগি’ এবং ‘জংলি’। এই তিন ছবির অ্যাকশন এরই মধ্যে নজর কেড়েছে দর্শকের।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান।

বরবাদ ঈদের বহুল প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ এত বেশি যে, সার্টিফিকেশন বোর্ড থেকে যা কর্তন করতে হয়েছে। এ ছাড়া অ্যাকশন চরিত্রে শাকিব খান এরই মধ্যে দুর্ধর্ষ লুকে দেখা দিয়েছেন। কখনো অস্ত্র হাতে তো কখনো ছুরি নিয়ে হিংস্র রূপে দেখা দিয়েছেন তিনি। যার এক ঝলক টিজারে দেখিয়েছেন নির্মাতা। তাই অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য এটি দুর্দান্ত একটি সিনেমা হতে যাচ্ছে। বরবাদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া খলনায়ক চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত।

‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম আহমেদ।

জংলি সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমাটিতে যে দর্শকের জন্য ভরপুর অ্যাকশন রয়েছে, তার আভাস আগেই পাওয়া যায়। এরপর এম রাহিম পরিচালিত এ সিনেমার পোস্টারে সিয়ামকে মুখমণ্ডলে ময়লাটে দাঁড়ি, এলোমেলো চুল, জিহ্বায় তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হওয়া বুনো উল্লাস নিয়ে ‘জংলি’ রূপে হাজির করা হয়। এরপর টিজারে পরনে লুঙ্গি, চোখে-মুখে হিংস্রতা, উশকোখুশকো চুল-দাড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুকে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলে সিয়াম আহমেদের। যার ফলে মুক্তির আগেই নির্মাতা বুঝিয়ে দিয়েছেন প্রতিশোধ আর রক্তের নেশায় ভয়ংকর এক সিয়ামকে দেখতে যাচ্ছে দর্শক। জমজমাট অ্যাকশনে ভরা এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

‘দাগি’ সিনেমার একটি দৃশ্যে আফরান নিশো।

দাগি ওপরের দুই সিনেমার চেয়ে অ্যাকশনে কোনো অংশে কমতি নেই শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায়। যার কয়েকটি ঝলক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে দাগি আসামি ‘নিশান’ চরিত্রে অভিনয় করা নিশোকে জেলের মধ্যে দুর্দান্ত কিছু অ্যাকশন করতে দেখা গিয়েছে। তাই বোঝাই যাচ্ছে এবারের ঈদে প্রত্যাশিত এই তিন সিনেমার তিনটিই ভরপুর অ্যাকশনে নির্মিত হয়েছে। এখন দেখার অপেক্ষায় মারধর ও দর্শক ভালোবাসায় কে এগিয়ে যায়। দাগিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X