সংকটের মধ্য দিয়ে চলা বাংলাদেশ চলচ্চিত্রকে সুসংহত ও আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। শনিবার (১২ জুলাই) ‘ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে। সেমিনার উদ্বোধন করা হবে বিকাল ৩টায়। সেমিনারে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক আব্দুল জলিল।
বিকেল ৩টা ৩০ মিনিটে ‘ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার পেপার পাঠ ও অংশীজনের মধ্যে উন্মুক্ত আলোচনা হবে। ৪টায় ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার নির্মাতা নুরুজ্জামান সবার সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। ৫টায় সিনেমাটি প্রদর্শিত হওয়ার মধ্য দিয়ে এদিন সেমিনার অনুষ্ঠান সমাপ্ত হবে।
মন্তব্য করুন