কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

কবিতার আশ্রয়ে বাঁচি : মিতু

চিত্রনায়িকা জাহারা মিতু। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা জাহারা মিতু। ছবি : সংগৃহীত

‘কালো বর্ণে কখনো আনন্দ মেশাই, কখনো আবার তাতে যাতনা মিশিয়ে উগরে দিই সাদা কাগজে। লোকে সেটাকেই কবিতা বলে’—কবিতার প্রশ্নে এমন উত্তরই দিলেন চিত্রনায়িকা জাহারা মিতু। ঝলমলে পর্দার বাইরে তিনি একজন কবি।

পাথরে যেমন আগুন লুকিয়ে থাকে, মিতুর কবিতায় ঠিক সেভাবেই সুপ্ত থাকে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি। অভিনেত্রীর ভাষ্য, প্রতিটি মানুষের জীবনের অনুভূতিই ভিন্ন। সেই অনুভূতিই হলো কাব্যের বিষয়বস্তু।

পাঠকের সঙ্গে খুব সহজেই বোঝাপড়া ঘটে তার কবিতার। কবি মিতুও মনে করেন, কবির তৃতীয় চোখ শক্তিশালী হলে তিনি পাঠকের অনুভূতিও বুঝতে পারেন।

কবিতাকে আশ্রয় করেই বেঁচে থাকতে চান এ অভিনেত্রী। কালবেলার আজকের আয়োজনে পাঠককে একটি কবিতা উপহার দিয়েছেন জাহারা মিতু।

পরিক্রমা

তোমার যৌবন যখন অন্য কারো নামে প্রতিটি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তখন একটু একটু করে বুড়িয়ে যাচ্ছি আমি।

চাতক পাখির মতন চেয়ে অদূর ভবিষ্যৎ পানে অপেক্ষা করছি হয়তো কোনো একদিন দরজার কড়া নাড়বে এক জোড়া বৃদ্ধ হাত!

মোটা ফ্রেমের চশমার আড়ালে অস্পষ্ট এক তুমি। কম্পনরত কণ্ঠস্বরে ফোকলা দাঁতের আড়ালেই বলবে, ‘জানি, সব ছেড়ে আসতে বড্ড দেরি হয়ে গেল!

এখনও আমায় ভালোবাসো তো? ঠিক আগেরই মতন? যদি নাও বাসো, ক্ষতি নেই। আমি তো বরাবরই স্বার্থপর। আবারো এসেছি নিজ স্বার্থে। এবার না হয় আমিই ভালোবাসি।’

জীবনের অব্যক্ত সব হিসাব মিলিয়ে সেদিন আমি বুঝবো, ভালোবাসতে বাসতে অজান্তেই কতোটা ঘৃণা করেছি তোমায়। এতোদিনের অপেক্ষাও হয়তো নিজেকে জেতানোর জন্যই,

ফিরতে যে তোমায় হতোই!

আমার থেকে কখনোই তোমায় কেউ বেশি ভালোবাসতে পারেনি, আমার থেকে কখনোই তোমায় কেউ ভালো রাখতে পারেনি, কপালের সবটুকু পেয়ে যাওয়ার পরও সেদিন অতৃপ্ত তুমি।

তোমার ফিরে আসা তাই মূল্যহীন, যেমন সেই বয়সে মূল্যহীন ঘরজুড়ে ছুটে বেড়ানো হাসতে থাকা আমার লাল টুকটুকে বউ সাজার ইচ্ছা।

রবিঠাকুরের ‘একলা চলো’ নীতি বুকে নিয়ে জীবনের সায়াহ্নে এসে যখন নিজ এপিটাফের মুদ্রণ খোঁজায় ব্যস্ত আমি সে বয়সে আমার কাছে প্রেম হলো আদিখ্যেতা, বিলাসিতা।।

এখনও বিশেষ দিন মানেই মুঠোফোনে তোমার ফোন, কতোটা নিশ্চলভাবেই বলতে থাকো তুমি, ‘ভালো থেকো রাজকুমারী। আমি নিরুপায়, অসহায়!’

যে কণ্ঠস্বরে হতো আমার রাত্রি নিদ্রার সমাপ্তি, গোধুলী-রাঙা বিকেল কিংবা সাঁঝ বাতিদের মেলা, বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে সে কণ্ঠ আজ আমার অচেনা!

তোমায় ভালোবেসেছি আমি অন্যভাবে, তোমায় ভুলে গিয়েছি আমি অন্যভাবে, ‘শুধু তোমায় ভুলেছি’- এ কথাটুকুই ভুলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেষ মুহূর্তে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির আরও এক প্রার্থী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

১০

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

১১

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

১২

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

১৩

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১৪

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১৫

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১৬

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৭

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৮

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৯

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

২০
X