বাংলাদেশের মতো ভারতেও আলোচিত ও সমালেচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম তথা হিরো আলম। তাকে নিয়ে বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর ও মিড-ডেসহ ভারতের বেশকিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনায় চলে আসেন তিনি। তা ছাড়া ২০১৮ সালে ‘বিজু দ্য হিরো’ নামে একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন হিরো আলম।
ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে আলোচনায় এসেছেন হিরো আলম। সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হিরো আলমের সঙ্গে তুলনা করা হচ্ছে সে দেশের অভিনতো বনি সেনগুপ্তের।
চলতি মাসের শুরুতেই চুলের স্টাইল বদলে ফেলেন বনি সেনগুপ্ত। চুলের একাংশে সোনালি রং করে পরিবর্তন করেছেন লুক। সম্প্রতি কৌশানীর সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেনে এই অভিনেতা। পরে ছবি পোস্ট করেন বনি। এতেই শুরু হয় কটাক্ষ। তার চুলের স্টাইল নিয়ে ট্রল শুরু করেন নেটিজেনরা। কেউ তাকে কটাক্ষ করেছেন ‘লিডিং মোস্ট হিরো’ বলে। কেউ লিখেছেন, ‘রোদে চুল পুড়ে গেছে’। কেউ বলেছেন ‘ছাপরি হিরো’। সেখানেই তাকে হিরো আলমের সঙ্গেও তুলনা করেন নেটপাড়ার কেউ কেউ।
মন্তব্য করুন