

আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগদান করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আমজনতার দলে যোগদান করেছেন হিরো আলম।
রোববার (২৮ ডিসেম্বর) পল্টনের কার্লভার্ট রোডের প্রীতম-জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।
তিনি বলেন, হিরো আলম ভাই আমাদের আমজনতার দলের সদস্য হয়েছেন। এখন পর্যন্ত আমরা তাকে কোনো পদ দেইনি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি।
হিরো আলম বলেন, তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।
মন্তব্য করুন