শিবলী আহমেদ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার কাছে অশালীন কাজের প্রস্তাব আসেনি : নাঈম

চিত্রনায়ক এফ এস নাঈম। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক এফ এস নাঈম। ছবি : সংগৃহীত

ওটিটি’র দিকে অশালীনতার আঙুল তোলেন অনেকেই। অভিযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে বেড়েই চলেছে অশ্লীলতা। তবে চিত্রনায়ক এফ এস নাঈম তা মানতে নারাজ। তার মতে, দুই-তিন বছর আগে ওটিটিতে হয়তো অশালীনতার বিষয়টি ছিল, কিন্তু এখন তা নেই। তা ছাড়া তিনি নিজে কখনো অশালীন কনটেন্টে কাজের ডাক পাননি। নিজের সিনেমা ও ওটিটির অশালীনতার বিষয়ে কালবেলার সঙ্গে আলাপ করেছেন এই চিত্রনায়ক।

নাঈম বলেন, আমার মনে হয়—‘ওটিটির অশালীনতার যে বিষয়ে যা বলা হচ্ছে সেটা দুই-তিন বছর আগের গল্প। এটা নিয়ে যথেষ্ট নীতিমালা তৈরি হয়েছে। সেটা সবাই মেনে চলছে। এ বিষয়ে সবাই এখন সচেতন। শুধু শুধু বিষয়গুলো টানা হচ্ছে। এসব দোষ খুঁজে বের না করে পারস্পরিক আলোচনায় বসে কীভাবে ভালো করা যায় সেদিকে এগোনো প্রয়োজন। দুই-আড়াই বছর আগে গাইডলাইনের অভাব ছিল। এখন গাইড লাইন এসেছে। এখন সবাই সচেতন।’

অন্যদিকে মাসখনেক ধরেই বিভিন্ন পত্রিকায় ওটিটির অশালীন কন্টেন্টের বিষয়ে লেখালেখি হচ্ছে। দেশের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন না। অশালীনতার অভিযোগ এনে এখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। আরেক অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রে ও গল্পের খাতিরে যতটুকু প্রয়োজন ততটুকুই করা হয় ওটিটিতে। এসব উদাহরণ উপস্থাপন করলে নাঈম বলেন, ‘আমি এসব বিষয়ে অবগত নই। সকল জিনিস তো আর আমি জানি না। সব জানতেও চাই না। আমার কাছে যেই গল্প আসে, আমি সেটা নিয়েই অনেক বেশি কনসার্ন। আমি যাদের সঙ্গে কাজ করি, আমার মনে হয় না তারা গল্প ছাড়া অন্য কোনো বিতর্কিত বিষয় নিয়ে মাথা ঘামান।’

যেসব বিষয়কে অশালীন বলা হয়, কিংবা নগ্নতা থকতে পারে—এমন কোনো গল্পে কাজের প্রস্তাব পেলে কী করবেন নাঈম? উত্তরে চিত্রনায়ক বলেন, ‘একেকজনের কাছে একেকটা ব্যক্তিত্ব অনুযায়ী প্রস্তাব আসে। যে যেভাবে তার ব্যক্তিত্ব বজায় রাখে তার কাছে ওই ধরনের একটা প্রোডাকশন যায়। আমার কাছে এখন পর্যন্ত ওই ধরনের সিনেমায় কাজের প্রস্তাব আসেনি। যদি আসে, তখন সিচুয়েশনের মুখোমুখি হওয়ার পর আমি বলতে পারব যে বিষয়গুলো আমি কীভাবে সামাল দিয়েছি। আমার কাছে পারফরমেন্স ওরিয়েন্টেড গল্পের কাজই বেশি আসে। সেই গল্পে ওগুলোর দরকারই পড়ে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন নাঈম। বেশ আড়ালে থেকেই জনপ্রিয় কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। নাঈম বলেন, ‘আমার তো বেশকিছু ফলোয়ার রয়েছেন। আমি যদি সোশ্যাল অ্যাকাউন্টে আমার কী কাজ আসছে, কোনটা আসছে না—এসব প্রকাশ করতে থাকি তাহলে কী আগামীতে জার্নালিস্টদের লাগবে?’

এবারের ঈদুল আজহার আগের দিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল নাঈম অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে এন্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন এই অভিনেতা। মাস দুয়েক পেরিয়ে গেলেও সিরিজটির প্রতি মানুষের আগ্রহ কমেনি। এমনটাই দাবি নাঈমের। বললেন, ‘মিশন হান্টডাউন অসম্ভব ভালো গিয়েছে। গতকালও এক দর্শক আমাকে টেক্সট পাঠিয়েছেন সিরিজটির প্রশংসা করে।’

আসন্ন কাজের বিষয়ে এই চিত্রনায়ক বলেন, “সামনে কী কী কাজ আছে সব বলা যাবে না। শুধু বলা যাবে অনেকদিন পর আমার সিনেমা আসছে—‘জলে জ্বলে তারা’। রিলিজের তারিখ এখনো ফাইনাল হয়নি। তবে সেন্সর পাওয়া গেছে। মূল চরিত্রে আমি ও মিথিলা।”

‘ইন্ডাস্ট্রি এখন ভালোর দিকে যাচ্ছে। আমি চাই, ভালো ভালো কাজ করতে। একটা ইন্ডাস্ট্রি ভালো জায়গায় গেলে অনেক ডিপার্টমেন্ট দাঁড়ায়। সেটা সবার জন্য অনেক হেল্পফুল হয়, বাংলা সিনেমার হালচাল নিয়ে এ কথা বললেন অভিনেতা নাঈম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতার আহ্বান জানিয়ে দেওয়া পোস্ট করলে যেভাবে রিপোর্ট

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর

সরকারের একাংশের সংশ্লিষ্টতা ছাড়া দুই পত্রিকায় হামলা সম্ভব নয় : নাহিদ

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান হাবিবের

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

হেসে খেলে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতে নিল ভারত

বন্ধুত্বের খেলায় আইনি নোটিশ, বয়কট

ভারত ও আ.লীগকে নিয়ে যা বললেন হাদির বোন মাসুমা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চিকিৎসককে অব্যাহতি

১০

আবারও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

১১

ভারত ম্যাচে জয়ের পর যে কারণে শাস্তির মুখে পড়ল বাফুফে

১২

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ, বিএনপির প্রতিক্রিয়া

১৩

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১৪

কৃষকের ৩০ শতাংশ আলুগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৫

জমি নিয়ে বিরোধে একজন গুলিবিদ্ধ

১৬

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

১৭

শিশুর কাঁন্নায় বেঁচে গেল মায়ের জীবন

১৮

হাদি হত্যায় সরকারকে দুষলেন রুমিন ফারহানা

১৯

৪২২ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

২০
X